Nursing student death: বেঙ্গালুরুতে মৃত্যু দুর্গাপুরের নার্সিং পড়ুয়ার, মমতার কাছে তদন্তের আর্জি

ভিন রাজ্যে আবারও মৃত্যু বাংলার নার্সিং পড়ুয়ার। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিলেন দুর্গাপুরের কাঁকসার গোপালপুরের বাসিন্দা দিয়া মন্ডল (২১)। চোখে ছিল নার্স হওয়ার স্বপ্ন। কিন্তু, সেই স্বপ্ন আর পূরণ হল না। তার আগেই মৃত্যু হল দিয়ার। তিনি যেখানে থাকতেন সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে যায় কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। শনিবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিয়ার বাবা-মা। কীভাবে তাঁর মৃত্যু হল? তা ঘিরে দানা বেঁধেছে। এটি আত্মহত্যা নাকি খুন? তাই নিয়ে প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন: IIT খড়গপুরের হস্টেলের ছাদ থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, মৃত্যু ঘিরে রহস্য

জানা গিয়েছে, অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে দিয়া। তাঁর বাবা দেবাশিস মন্ডল পেশায় একজন রাঁধুনি। কোনওভাবে রান্নার কাজ করেই সংসার চালান। দিয়া হলেন তাঁর পরিবারের একমাত্র মেয়ে। স্নাতক পাশ করার পর দিয়ার স্বপ্ন ছিল কোন একটা চাকরি করে বাবার পাশে দাঁড়াবেন। শেষে স্নাতক পাস করে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যান। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে মাদার টেরেসা গ্রুপ অফ ইনস্টিটিউশনে নার্সিং পড়তে গিয়েছিলেন তিনি।

তবে দূরে থাকলেও প্রতিদিনই তিনি নিয়ম করে সন্ধ্যাবেলায় বাড়িতে ফোন করে কথা বলতেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দিয়া বাড়িতে কথা বলেন। তখন তারা কিছু বুঝতে পারেননি। এরপর রাত ৮টার দিকে দিয়ার বাড়িতে ফোন করে মৃত্যু সংবাদ জানান দিয়ার রুমমেট। এমন খবর পেয়ে কার্যত আকাশ ভেঙে পড়ে দিয়ার পরিবারের সদস্যদের উপর।

এমন ঘটনায় হতবাক হয়েছেন প্রতিবেশীরাও। তাদের বক্তব্য, দিয়ার পরিবার খুবই ভালো এবং দিয়া নিজেও একজন ভালো মেয়ে। পড়াশোনায় খুবই ভালো ছিলেন তিনি। দিয়া একজন শান্ত স্বভাবের ভদ্র মেয়ে। কীভাবে তাঁর মৃত্যু হল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন দিয়ার পরিবার থেকে শুরু করে স্থানীয়রা। 

পরিবার সদস্যদের জানানো হয়েছিল দিয়া আত্মহত্যা করেছেন। কিন্তু, সেই কথা তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। জানা গিয়েছে, আগামী ২৭ নভেম্বর দিয়ার মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছিল। সেই উদ্দেশ্যে তাঁর বাড়িতে আসার কথা ছিল। এটি আত্মহত্যার ঘটনা নাকি তিনি র‌্যাগিংয়ের শিকার হয়েছেন? তাই নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। পাশাপাশি অল্প টাকার রোজগার করে মেয়ের দেহ কীভাবে নিয়ে আসবেন? তাই নিয়ে সমস্যায় পড়েছেন দিয়ার বাবা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে। তারা এই ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আর্জি জানিয়েছেন।