Cachexia Is Responsible For Death Of Most Cancer Patients Know About The Disease

Cachexia Cause Of Cancer Death: ক্যানসারের রোগীদের বাঁচানো কঠিন। বহু উন্নত চিকিৎসা এখন বাজারে উপলব্ধ। কিন্তু তার পরেও এই কথাটা অনেকের মুখে শোনা যায়। আবার অনেকে বলে থাকেন, ক্যানসার থেকে সেরে ওঠা ভীষণ যন্ত্রণার ও সময়সাপেক্ষ। কথাগুলির মধ্য়ে কিছু অংশে সত্যতা রয়েছে। তবে ক্যানসার রোগীদের মৃত্যু কি ক্যানসার রোগটির জন্যই হয় ? এতদিনের ধারণা কিন্তু ওলটপালট করে দিচ্ছে সাম্প্রতিক কালের একটি গবেষণা। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত ওই গবেষণার দাবি, ক্যানসারের কারণে রোগীর মস্তিষ্কও আক্রান্ত হয় একটি দুরারোগ্য ব্যাধিতে। আর সেই ব্যাধির কারণেই অধিকাংশ ক্যানসার রোগীর মৃত্যু হয়!

কীভাবে আক্রান্ত হয় মস্তিষ্ক ?

কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির বিজ্ঞানীদের কথায়, ক্যানসারের টিউমার থেকে ইন্টারলিউকিন ৬ নামের একটি ইমিউন সিস্টেম মলিকিউল নির্গত হয়। এটি সোজা ব্রেনে গিয়ে পৌঁছায়। তার পরেই ব্রেনের নানা সমস্যা শুরু হয়। ব্রেন ধীরে ধীরে তাঁর স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকে। এই রোগকে ক্য়াচেক্সিয়া বলা হয়। মুখ্য গবেষক বো লি-র কথায়, ৫০ থেকে ৮০ শতাংশ রোগীর ব্রেনে এই বিশেষ রোগটি দেখা যায়।

ক্যাচেক্সিয়ার পরিনতি কেন বিপজ্জনক ?

গবেষকদের কথায়, এই বিশেষ মলিকিউল বা অণুটি ধীরে ধীরে মস্তিষ্ককে যেন অধিগ্রহণ করে নেয়। ফলে মস্তিষ্কের অবনতি হতে থাকে। তবে ক্যাচেক্সিয়ায় রোগীকে বাঁচানো মুশকিল কারণ এই প্রক্রিয়া একবার শুরু হলে তা থামানো যায় না। থামানোর জন্য কোনও ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কারই হয়নি চিকিৎসাবিজ্ঞানে !

অধিকাংশ রোগীরই মৃত্যু এই রোগে

গবেষকদের কথায়, অধিকাংশ ক্যানসার রোগীদেরই এই বিশেষ রোগটির দরুণ মৃত্যু হয়। ক্যানসার যতটা না মৃত্যুর জন্য দায়ী থাকে, তার থেকেও অনেক বেশি দায়ী থাকে ক্যাচেক্সিয়া। তবে হ্যাঁ, ক্যাচেক্সিয়ার উৎস হিসেবে ক্যানসার টিউমার যে দায়ী সে কথাও জানাতে ভুলছেন না গবেষকরা। 

আঁধার শেষে আশার আলো

এই রোগের ওষুধ আবিষ্কারের চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই প্রসঙ্গে বো লি বলেন, সম্প্রতি একটি ব্লকিং এলিমেন্টের খোঁজ মিলেছে। এটি মলিকিউলকে ব্রেনের নিউরোনের সঙ্গে যুক্ত হতে বাধা দেয়। প্রাথমিকভাবে ইঁদুরের উপর পরীক্ষা করে সাফল্য এসেছে বলে জানাচ্ছেন গবেষকরা। তবে আরও পরীক্ষানিরীক্ষা বাকি রয়েছে। তাতে সফল হলে মানুষের উপর প্রয়োগ করা যাবে এটি।

আরও পড়ুন – Weight Loss: তেলেভাজা-প্রেম কমছে না কিছুতে ? খাওয়ার পর এই কাজ করলে বাড়বে না ওজন

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন