Child murder: বিনামূল্যে চিপস দিতে অস্বীকার করায় বিহারে ৩ বছরের শিশুকে খুন করল ২ যুবক

বিনামূল্য চিপস দিতে অস্বীকার করায় বিশেষভাবে সক্ষম এক শিশুকে হত্যা করল দুই যুবক। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার সোন্ধি গ্রামে। নিহত শিশুর নাম করণ ওরফে ধুল্লু (৩)। দুজন মিলে তাকে খুন করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও একজনের খোঁজ চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন উত্তেজিত গ্রামবাসীরা।

আরও পড়ুন: জল পেরিয়ে নিয়ে যাওয়া নিয়ে বচসা, স্ত্রীর সামনেই হাওড়ায় যুবককে ‘খুন’ রিকশাচালকের

জানা গিয়েছে, করণ বক্সার জেলার ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা। গত ৫ জুলাই পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতেছে মামা রাজেশ সাউয়ের বাড়িতে এসেছিল সে। তার মামা একটি মুদির দোকান চালান। সেই মুদির দোকানে গত ৬ জুলাই ঘুটুর ওরফে ধর্মেন্দ্র পাণ্ডে এবং মুন্না তাতোয়া নামে এলাকার দুই যুবক এসে বিনামূল্যে চিপস দাবি করে। তবে রাজেশ বিনামূল্যে চিপস দিতে অস্বীকার করেন। এরপর দুজনেই তাকে হুমকি দিয়ে দোকান থেকে চলে যায়। পরে রাজেশের ভাগ্নে করণ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এরইমধ্যে রাজেশ জানতে পারেন যে করণকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানোর দাবি করেছিল ঘুটুর। সে জানিয়েছিল কিছুক্ষণ পরে তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। সে বিষয়টি জানতে পেরে সন্দেহ হয় রাজেশের। এরপর রবিবার রাতেই থানায় বিষয়টি জানান তিনি। তারপরে করণ আর ফেরেনি। সোমবার সকালে গ্রামের একটি জলাশয় থেকে করণের দেহ উদ্ধার হয়।

পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তারা নারায়ণপুর গ্রামের কাছে আরামোহানিয়া রাস্তা অবরোধ করেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। তারা অভিযোগ করেন,  অভিযোগ পাওয়ার পরেও পুলিশ শিশুকে উদ্ধার করতে পারেনি। এমনকী অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ একজনকে গ্রেফতার করলে তারা অবরোধ তুলে নেন। এ বিষয়ে জগদীশপুরের এসডিপিও রাজীবচন্দ্র সেন জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছি। আরও একজনের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। সদর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছি দ্রুত অন্য অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’