Prisoner escaped: হাসপাতালের শৌচালয়ের জানলা ভেঙে চম্পট দিল বিচারাধীন বন্দি, ঘুম উড়ল পুলিশের

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক বাংলাদেশি বিচারাধীন বন্দিকে। আর সেখানে গিয়েই ঘটল বিপত্তি। হাসপাতালের শৌচালয়ের জানলা ভেঙে পালিয়ে গেল ওই বন্দি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাটি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের এই ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন? এরপরেই বাংলাদেশি ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ। পাশাপাশি সীমান্তবর্তী থানাগুলিকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালাল বন্দি, দুজনের খোঁজে তল্লাশি জারি

পুলিশ হতে জানা গিয়েছে, ওই বাংলাদেশি বন্দির নাম রাজু মিঞা। বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল উদয়নারায়ণপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে। বেশ কয়েকমাস আগেই নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই বাংলাদেশি যুবক। তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা। এরপর সেখান থেকে এসে উদয়নারায়ণপুরে থাকছিলেন। শুধু তাই নয়, এখানে আসার পর একটি রঙের কারখানায় মিস্ত্রি হিসেবেও কাজ করছিলেন রাজু।

তবে যুবকের পরিচয় গোপন থাকেনি। পুলিশ জানতে পারে অবৈধভাবে অনুপ্রবেশ করে সেখানে থাকছেন ওই যুবক। এরপরই উদয়নারায়ণপুর থানার পুলিশ গত ২১ জুন রাজুকে গ্রেফতার করে। এর পরের দিন তাকে তোলা হয় উলুবেড়িয়া আদালতে। তখন বিচারক ওই যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো যুবককে রাখা হয় উলুবেড়িয়া উপ সংশোধনাগারে। কিন্তু, সেখানে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। পেটে ও মাথায় যন্ত্রণা শুরু হওয়ায় তাকে গত ৫ জুলাই উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আর তারপরেই ঘটে বিপত্তি।

জানা যাচ্ছে, রবিবার হাসপাতালের শৌচালয় ঢোকার পর আর ফেরেননি ওই যুবক। এরপর শৌচালয়ে গিয়ে দেখা যায় জানলা ভাঙা রয়েছে। পুলিশের অনুমান, জানলা ভেঙে ওই যুবক পালিয়েছে। এই অবস্থায় বাংলাদেশি যুবককে ধরতে সমস্ত সীমান্তবর্তী থানাকে সতর্ক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। পলাতক বিচারাধীনবন্দিকে ধরার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেখানকার মহকুমা শাসক জানান, পলাতক বন্দিকে ধরার জন্য সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে। তবে হাসপাতাল থেকে কীভাবে একজন বিচারাধীন বন্দি পালাল? তা নিয়ে উঠছে প্রশ্ন।