Mumbai BMW hit and run: মহিলাকে ১.৫ কিমি টেনে হিঁচড়ে নিয়ে যায় সেনা নেতার ছেলে মিহির, মুম্বই BMW মামলায় নয়া তথ্য

মুম্বইয়ের শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলের ‘হিট এন্ড রান’ মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত মিহির শাহ শুধুমাত্র বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছেন তাই নয়, এই ঘটনায় তিনি নৃশংসতারও পরিচয় দিয়েছেন। ধাক্কা মারার পর স্কুটি আরোহী মহিলাকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিলেন। তারপর দুবার বিএমডব্লিউ গাড়ির চাকার তলায় পিষে দিয়েছিলেন। এমনকী ধাক্কা মারার পর বিএমডব্লিউ গাড়িটি সরিয়ে ফেলতে এবং ছেলেকে পালাতে সাহায্য করেছিলেন রাজেশ শাহ। মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে মিহির শাহকে। 

আরও পড়ুন: গাড়ির তলায় আটকে বাইক চালক, হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ১২ কিমি, ১ মাস পর ধৃত ঘাতক

আদালতে পুলিশ সিসিটিভি ফুটেজ পেশ করেছে। ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, কাবেরী নাকভা নামে ওই মহিলাকে ধাক্কা মারার পর গাড়িতে করে দেড় কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যান মিহির। ফুটেজে আরও দেখা যায়, মিহির শাহ এবং তার চালক রাজঋষি বিদাওয়াত পরে গাড়ি থামিয়ে বনেট থেকে মহিলাকে টেনে বের করে রাস্তায় ফেলে দেয়। এরপর উল্টো দিকে গাড়ি চালানোর সময় তাকে আবার পিষে দেয়।

রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে কাবেরী  স্বামী প্রদীপের সঙ্গে অ্যানি বেসান্ত রোডে স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে পিছন থেকে ধাক্কা মারেন মিহির। দুর্ঘটনার পর অভিযুক্তরা বান্দ্রা-ওরলি সি-লিঙ্কের দিকে গাড়ি নিয়ে যায়। এরপর বান্দ্রার কালা নগরের কাছে গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় রবিবার পালঘর জেলার শিবসেনা নেতা রাজেশ শাহ এবং তাঁর গাড়িচালক রাজঋষিকে গ্রেফতার করেছে পুলিশ।  

জানা যায়, ঘটনার সময় চালক রাজঋষি গাড়িতে ছিলেন। মিহির চালকের আসনে বসে গাড়ি চালয়েছিলেন। পরে মহিলাকে ফেলে দেওয়ার পর রাজঋষি আবার চালকের আসনে বসেছিলেন। পুলিশের দাবি, চালক মিহিরকে সাহায্য করেছেন। জানা যায় দুর্ঘটনার পর গাড়িটিকে বান্দ্রায় নিয়ে যান তারা। এরপর সেখানে গাড়ি ফেলে শিব সেনা নেতার ছেলে অন্য একটি গাড়ি নিয়ে বোরিভালির দিকে রওনা দেন। সেখানে প্রথমে প্রেমিকার বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে পালিয়ে যান মিহির। 

পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার আগে জুহুর একটি বারে চার বন্ধু মিলে মিহিররা মদ্যপান করেছিলেন। সেই বারে ১৮ হাজার টাকার বিল হয়েছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকেই রেহাই দেওয়া হবে না। অপরাধী অবশ্যই শাস্তি পাবে। তবে এত পরে গ্রেফতার করে প্রমাণ লোপের চেষ্টা করছে পুলিশ, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা।