WB Assembly Bypolls LIVE: আজ বাংলার ৪ কেন্দ্রে উপ-নির্বাচন, নয়া রেকর্ড তৈরি হবে?

WB Assembly Bypolls Live Updates: রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা- আজ পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। যদিও সাগরদিঘির ধাক্কা কাটিয়ে উপনির্বাচনে ৪-০ করার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। সেইসবের মধ্যেই ভালো ফল করতে মুখিয়ে বাম ও কংগ্রেস। তবে আজ শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের আরও ন’টি কেন্দ্রে উপ-নির্বাচন আছে। সেইসব উপ-নির্বাচন সংক্রান্ত যাবতীয় টাটকা খবর দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

10 Jul 2024, 06:41:14 AM IST

WB Assembly Bypolls Live Updates: রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন: একনজরে সংখ্যার ইতিবৃত্ত

মোট বুথের সংখ্যা হল ২১২টি। মোট ভোটার সংখ্যা হল ২,০৬,৯০০। পুরুষ ভোটার হলেন ১০৪,৩৩৭ জন। মহিলা ভোটার হলেন ১০২,৫২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৩৭ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২৭। ৮৫ বছরের ঊর্ধ্বে ১,৫৫৪ জন ভোটার আছে। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা হল ১,০৫৭। ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা হল ৩,১৫৮। ২০-২৯ বছরের সংখ্যা হল ৪৫,৩১৩। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৮১.৩ শতাংশ। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৭৭.২৯ শতাংশ।

10 Jul 2024, 06:29:00 AM IST

WB Assembly Bypolls Live Updates: ৪ কেন্দ্রে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সব বুথেই ওয়েবকাস্টিং

চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। প্রাথমিকভাবে ৫৫টি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। পরে বাড়িয়ে ৭০ করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ১৪৭টি ক্যুইক রেসপন্স টিম (কিউআরটি) তৈরি রাখা হয়েছে। শুধু তাই নয়, চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।

10 Jul 2024, 06:19:56 AM IST

WB Assembly Bypolls Live Updates: বাংলার পাশাপাশি দেশের ৯ কেন্দ্রে উপ-নির্বাচন আজ

পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র ছাড়াও আজ দেশের আরও ন’টি আসনে উপ-নির্বাচন হচ্ছে। যে তালিকায় আছে রূপাউলি (বিহার), বিক্রভান্দি (তামিলনাড়ু), অমরওয়ারা (মধ্যপ্রদেশ), বদ্রীনাথ (উত্তরাখণ্ড), মঙ্গলৌর (উত্তরাখণ্ড), জলন্ধর পশ্চিম (পঞ্জাব), হামিরপুর (হিমাচল প্রদেশ), দেহরা (হিমাচল প্রদেশ) এবং নালাগড় (হিমাচল প্রদেশ)।

10 Jul 2024, 06:10:35 AM IST

WB Assembly Bypolls Live Updates: ৫৩ বছরের রেকর্ড ভাঙতে পারবেন বাগদার তৃণমূল বিধায়ক?

এবার উপ-নির্বাচনে জিততে পারলে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার নজির গড়বেন বাগদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সেক্ষেত্রে তিনি ৫৩ বছরের রেকর্ড ভেঙে দেবেন। আপাতত সেই রেকর্ড আছে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। তিনি ১৯৭১ সালে সেই রেকর্ড গড়েছিলেন।

10 Jul 2024, 06:10:35 AM IST

WB Assembly Bypolls LIVE: আজ বাংলার ৪ কেন্দ্রে উপ-নির্বাচন

রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা- আজ পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। যদিও সাগরদিঘির ধাক্কা কাটিয়ে উপনির্বাচনে ৪-০ করার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। সেইসবের মধ্যেই ভালো ফল করতে মুখিয়ে বাম ও কংগ্রেস। তবে আজ শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের আরও ন’টি কেন্দ্রে উপ-নির্বাচন আছে।

Get Latest Updates on Bengal News, Elections Result, Lok Sabha Election 2024 Live, West Bengal Lok Sabha Elections Results 2024, along with Latest News and Top Headlines from Bengal and around the world.