Skydiving in India:প্যারাশুটে চেপে ঝাঁপ পর্যটনমন্ত্রীর, স্কাইডাইভিংয়ের নতুন অভিজ্ঞতা, আপনি নেবেন?

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। স্কাইডাইভিং করতে ঠিক কেমন লাগে? সেটাই পরখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। বিশ্ব স্কাইডাইভিং দিবসে স্কাইডাইভিংয়ের স্বাদ নিলেন তিনি। হরিয়ানার নারনাউলে রয়েছে স্কাইডাইভিংয়ের ব্যবস্থা। সেখানেই হাতে কলমে সেই স্কাই ডাইভিংয়ের স্বাদ নিলেন তিনি।

শনিবার প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় ছিল প্লেনটি। সেখান থেকে তিনি ঝাঁপ দেন। এটাই হল স্কাই ডাইভিংয়ের অন্যতম অঙ্গ। ৫৭ বছর বয়সেও তিনি এই অভিজ্ঞতার মুখোমুখি হলেন। তবে প্রশিক্ষকের নির্দেশ মতোই তিনি ধাপে ধাপে কাজগুলি সম্পাদন করেন। প্লেন থেকে লাফ দেওয়ার কিছুক্ষণের মধ্য়ে খুলে যায় প্যারাশুটটি। এরপর অপার মহাশূন্য। সেখানে ভেসে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর একেবারে নিরাপদে তিনি মাটিতে নেমে আসেন।

তিনি জানিয়েছেন, আকাশের কোনও সীমা নেই। এবার পর্যটকরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন।

 

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে প্যারাশুটে করে নেমে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তাঁর পেছনে একজন প্রশিক্ষক ছিলেন।

সাংবাদিকদের সামনে তিনি সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। পর্যটনমন্ত্রী জানিয়েছেন, আজকের দিনটি ভারত ও বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য় আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। এই প্রথমবার ভারতে প্রাইভেট স্কাই ডাইভিংয়ের সুবিধা চালু করা হল। নারনাউলে এলেই পর্যটকরা স্কাইডাইভিংয়ের স্বাদ উপভোগ করতে পারবেন। পর্যটনমন্ত্রী হিসাবে আমার কর্তব্য় যাতে স্কাইডাইভিংয়ের এই রোমাঞ্চ পর্যটকরা উপভোগ করতে পারেন সেটা নিশ্চিত করা।

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দারুর অভিজ্ঞতা। বিশ্ব স্কাইডাইভিং ডে তে নতুন স্কাইডাইভিং এয়ারক্রাফট চালু হল, স্কাইডাইভিংয়ে অংশ নিলাম। ভারতের একমাত্র সিভিলিয়ান স্কাইডাইভিং ড্রপ জোন হল হরিয়ানার নারনাউল এয়ারস্ট্রিপ।

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী তাঁর স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। পাখির চোখে এই পৃথিবীকে দেখার সুযোগ মেলে এই স্কাই ডাইভিংয়ের মাধ্য়মেই। হরিয়ানায় এই নতুন পরিষেবা চালু হল। সেক্ষেত্রে এবার পুজোয় আপনার গন্তব্য হতেই পারে হরিয়ানা।