রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীর কক্ষে হামলা, মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশের পরে হলে ফিরে যান আন্দোলকারী সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে একই সময়ে ছাত্রলীগ নেত্রী বর্ণা হলে ফিরে গেলে সাধারণ শিক্ষার্থীরা তার রুমে ঢুকে ভাঙচুর চালান। এ সময় তাকে মারধর করে রুম থেকে বের করে দেন তারা।

খবর পেয়ে হল ছাত্রলীগের সভাপতি আসিফা বিনতে হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন এগিয়ে আসেন। তারা ছাত্রলীগ বর্ণাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন হলের হাউস টিউটর।

কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের ‘খুনি খুনি’ বলে দুয়োধনি দিতে থাকেন। এ সময় হলের বাইরে থেকে বিভিন্ন কাচ ভাঙার শব্দ পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ১১টার দিকে রোকেয়া হলে এ ঘটনা ঘটে। হামলার শিকার ছাত্রলীগ নেত্রী বর্ণার পদপদবি তৎক্ষণাৎ জানা যায়নি।

পরিস্থিতি বেগতিক দেখে হলের প্রক্টর মাসুদুর রহমানের নেতৃত্বে কয়েকজন সহকারী প্রক্টর ওই হলের ভেতর প্রবেশ করেন। রাত সোয়া ১২টার দিকে আসিফা বিনতে হোসাইনসহ ছাত্রলীগের দশ নেত্রীকে হল থেকে নিরাপদে সরিয়ে নেন তারা।

এ বিষয়ে প্রক্টর ও সহকারী প্রক্টররা সংবাদমাধ্যমকে কিছু বলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন তারা।

এ ঘটনার পর নীলখেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিনসহ চার পুলিশ সদস্যকে হলের বাইরে উপস্থিত দেখা গেছে।