Cyber crime: নয়ডার ব্যাঙ্কের সার্ভার হ্যাক করে ১৬.৫ কোটির সাইবার প্রতারণা! তদন্তে বিশেষ দল

বর্তমান সময়ে মারাত্মকভাবে বেড়েছে সাইবার ক্রাইম। সাধারণ মানুষ তো বটেই, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও সাইবার প্রতারণার শিকার হচ্ছে ব্যাঙ্কগুলি। এরকমই একটি বিশাল বড় সাইবার প্রতারণার শিকার হল নয়ডার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সব মিলিয়ে ওই ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় সাইবার ক্রাইম থানায় নৈনিতাল ব্যাঙ্কের নয়ডা শাখার তরফে থানায় মামলা রুজু করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সাইবার জালিয়াতির ফাঁদে রণজয়! সতর্ক করে গুড্ডির ‘স্যারজি’ বললেন, ‘ভয় পাবেন…’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারকরা এই ব্যাঙ্ক থেকে সাড়ে ১৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর ৮৯ টি বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ব্যাঙ্কের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট চ্যানেলে ম্যানেজারের লগইন শংসাপত্র হ্যাক করে এই পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ১৬ থেকে ২০ জুনের মধ্যে ব্যাঙ্কের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

বিষয়টি জানার পরেই ব্যাঙ্কের আইটি ম্যানেজার সুমিত কুমার শ্রীবাস্তব সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ব্যাঙ্কের ব্যালেন্স শিট খতিয়ে দেখার সময় সাইবার ক্রাইমের বিষয়টি জানা গিয়েছে। ১৭ জুন রুটিন অডিটের সময় ব্যালেন্স শিটে সাড়ে তিন কোটি টাকারও বেশি গরমিল দেখতে পাওয়া গিয়েছে। পরে অন্যান্য ব্যালেন্স শিট খতিয়ে দেখার পর মোট সাড়ে ১৬ কোটি টাকার ঘাটতি পাওয়া যায়। তখনই আধিকারিকরা বুঝতে পারেন ব্যাঙ্কের সার্ভার হ্যাক করে প্রতারণা করা হয়েছে।

এ বিষয়ে নয়ডার সাইবার ক্রাইমের সহকারী পুলিশ কমিশনার বিবেক রঞ্জন রাই জানিয়েছেন, নৈনিতাল ব্যাঙ্কের আইটি ম্যানেজার একটি মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ম্যানেজারের শংসাপত্র এবং ব্যাঙ্কের সার্ভার হ্যাক করে ১৬.৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। ১৭ জুন থেকে ২০ জুনের মধ্যে এই ঘটনা ঘটেছে। ৮৯ টি অ্যাকাউন্টে সেই সমস্ত টাকা ট্রান্সফার করা হয়েছে। এই ঘটনার তদন্ত করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।