‘‌মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলেন বিজেপি নেতা’‌, ছবি প্রকাশ্যে আনলেন কুণাল

একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসেরই দুই গোষ্ঠী। শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তাঁরা। মঙ্গলবা দলের এক যুবনেতাকে প্রকাশ্যে চড়-ঘুসি মারছেন স্থানীয় এক মহিলা কাউন্সিলার। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। শোভাবাবাজারের ঢুলিপাড়া, কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে বলে খবর। এলাকাটি বড়তলা থানার অন্তর্গত। তবে এই ঘটনাকে কাজে লাগাতে নেমে পড়ে বিজেপি। আর তা নিয়ে নানা কটূক্তি করতে থাকে। পাল্টা আজ, বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। যা নিয়ে নতুন করে আলোড়ন পড়েছে রাজ্য–রাজনীতিতে। জোর চর্চা নেটপাড়াতেও।

এদিকে বিজেপির এক নেতা মাতাল হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন। সেই ছবি পোস্ট করে দিয়েছেন কুণাল ঘোষ। সেখানে চারটি ছবি পোস্ট করা হয়েছে। যদিও সত্যতা তিনি যাচাই করেননি বলে জানিয়েছেন। তবে বিজেপির ভিতরের লোকজনই এই ছবি কুণাল ঘোষকে পাঠিয়ে দিয়েছিল। তার জেরেই অস্বস্তি বেড়েছে বিজেপির। বিজেপি একদিন আগেই তৃণমূল কংগ্রেসের ভিডিয়ো নিয়ে খোরাক করেছিল। এবার বিজেপিকে পাল্টা মাতালদের দল বুঝিয়ে খোঁচা দিলেন কুণাল ঘোষ। আর এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘‌উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা সভাপতি সূরয সিং কি মদ্যপ অবস্থায় রাতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল? ছবি ও ভিডিয়ো পেলাম। ওর লোকজনই দিল। সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি কি খোঁজখবর নেবে?’‌

অন্যদিকে নেতা সূরয সিং উত্তর কলকাতার বাসিন্দা। শুভেন্দু অধিকারী–সহ একাধিক শীর্ষনেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। উত্তর কলকাতা সংগঠনে থাকা শরদ সিংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ ভালই। এই শরদ সিং আর ব্যারাকপুরের অর্জুন সিং পরস্পরের আত্মীয়। আর এঁদের মধ্যমণি সূরয সিং। আর এই সূরয সিংই এখন রাজ্য–রাজনীতিতে হট কেক। তাই তো কুণাল ঘোষ লিখেছেন, ‘‌অনেকের সঙ্গে ছবি দেখছি। ছবি থাকলেই অপকর্মের দায় নেবেন তো? বিজেপি কিছু বলবে?’‌ আসলে তৃণমূল কংগ্রেসের নানা ছবি নিয়ে রাজনীতির ময়দান গরম করে তোলেন বিজেপি নেতারা। তাই পাল্টা ছবি দিয়েই জবাব দিলেন কুণাল।

আরও পড়ুন:‌ ‘‌আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্ব আমার নয়’‌, পরাজয়ের দায় নিলেন না শুভেন্দু, কার ঘাড়ে চাপালেন?‌

এছাড়া কুণালের কিছু ছবি আপলোড করার ফলে মুহূর্তের মধ্যে তা চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেইসব ছবিতে দেখা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষদের সঙ্গে রয়েছেন সূরয সিং। একই ফ্রেমে আবার দেখা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাউন্সিলর সজল ঘোষের সঙ্গেও সূরয সিংকে। কুণাল ঘোষ যখন এই পোস্টটি এক্স হ্যান্ডেলে করেছেন তখন সায়েন্স সিটিতে ভোট পরাজয়ের পর্যালোচনা বৈঠক চলছিল।