Home Delivery of Alcohol: দুয়ারে মদ! সুইগি, বিগবাস্কেট, জোমাটো এবং ব্লিঙ্কিট নয়া সুবিধা আনছে শীঘ্রই

সুইগি, বিগবাস্কেট এবং জোম্যাটোর মতো প্ল্যাটফর্মগুলি শীঘ্রই বিয়ার, ওয়াইন এবং লিকারের মতো কম অ্যালকোহলযুক্ত পানীয় থেকে শুরু করে মদ সরবরাহ করতে পারে। এককথায় মদের অনলাইন ডেলিভারি। নয়াদিল্লি, কর্ণাটক, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গোয়া এবং কেরলের মতো রাজ্যগুলি এই বিষয়ে পাইলট প্রকল্প খতিয়ে দেখছে। কর্তৃপক্ষ এই পদক্ষেপের ভালো-মন্দ দিকগুলো খতিয়ে দেখছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বর্তমানে ওড়িশা ও পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারি অনুমোদিত। ইকোনমিক টাইমসে সেই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

প্রসঙ্গত বর্তমানে কেবলমাত্র ওড়িশা ও পশ্চিমবঙ্গে অ্যালকোহলের এই হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে। 

ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এক এক্সিকিউটিভ জানিয়েছেন,’এটি বিশেষত বৃহত্তর শহরগুলিতে ক্রমবর্ধমান প্রবাসী জনসংখ্যার চাহিদা পূরণের জন্য, ভোক্তাদের প্রোফাইল পরিবর্তন করা যারা খাবারের পাশাপাশি বিনোদনমূলক পানীয় হিসাবে পরিমিত অ্যালকোহল-সামগ্রীর স্পিরিট চান এবং মহিলা এবং প্রবীণ নাগরিক যারা মদের দোকান থেকে মদ কিনতে না চান ও এইভাবে মদ কেনাকে অপ্রীতিকর বলে মনে করেন তাঁদের জন্য় এই বিশেষ ব্যবস্থা করা হবে।   ‘ এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।

 

মডেলগুলি এন্ড-টু-এন্ড লেনদেনের রেকর্ড, বয়স যাচাইকরণ এবং সীমা মেনে চলা নিশ্চিত করে। এছাড়াও, অনলাইন টেক স্ট্যাকগুলি নিয়ন্ত্রক এবং আবগারি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য করে, সময়, ড্রাই ডে এবং জোনাল ডেলিভারি গার্ডরেলগুলি মেনে চলা নিশ্চিত করে, ‘সুইগির কর্পোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ডিঙ্কর বশিষ্ঠ জানিয়েছেন। ওই প্রতিবেদনে তেমনটাই জানা গিয়েছে। 

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং অসমে কোভিড -১৯ লকডাউনের সময় অস্থায়ীভাবে মদ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল তবে বিধিনিষেধের সাথে। রিটেল ইন্ডাস্ট্রির আধিকারিকরা জানিয়েছেন, অনলাইন ডেলিভারির ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বিক্রি বেড়েছে ২০-৩০ শতাংশ।

পাব চেইন দ্য বিয়ার ক্যাফের চিফ এক্সিকিউটিভ রাহুল সিং ইকোনমিক টাইমসকে বলেছেন, অনলাইনে মদের হোম ডেলিভারি সক্ষম করে রাজ্যগুলি গ্রাহকদের সুবিধার্থে বাড়িয়ে তুলতে পারে, অর্থনৈতিক বৃদ্ধি চালাতে পারে এবং দায়বদ্ধ ও নিয়ন্ত্রিত অ্যালকোহল বিতরণ নিশ্চিত করার সময় বিশ্বব্যাপী প্রবণতাগুলির সাথে সামঞ্জস্য করতে পারে।

এদিকে অনলাইনে মদ বিক্রির ব্যবস্থা করলে একদিকে যেমন মদের বিক্রি অনেকটাই বেড়ে যেতে পারে তেমনি মদের দোকান থেকে মদ কেনার ক্ষেত্রে যাদের নানা সমস্যা রয়েছে তাঁরা অনলাইনেই মদ কিনতে পারেন। এতে তাঁদের অনেকটাই সুবিধা হবে।