Medicine protect from snake bite: রক্ত পাতলা করার ওষুধ বাঁচাতে পারে সাপের বিষক্রিয়া থেকে, তথ্য উঠে এল গবেষণায়

সাপের কামড়, বিশেষ করে বিষধর সাপের কামড় নিমেষে শেষ করে দিতে পারে মানুষকে। তবে সম্প্রতি University of Sydney এবং লিভারপুল স্কুল অফ ট্রাফিক্যাল মেডিসিনের গবেষকরা গবেষণায় তুলে ধরেছেন এমন একটি চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনি হয়ে যাবেন হতবাক।

সম্প্রতি এই যুগান্তকারী আবিষ্কারের কথা জানা গেছে সাইন্স ট্রান্সলেশন মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা পত্র থেকে। গত বুধবার প্রকাশিত ওই গবেষণা পত্র থেকে জানা গেছে, হেপারিন নামক একটি ওষুধ, যেটি সাধারণত রক্ত পাতলা করতে ব্যবহার করা হয়, এই ওষুধটি আপনার শরীরে সাপের বিষক্রিয়ার সস্তা প্রতিষেধক হিসাবে ব্যবহার হতে পারে।

(আরও পড়ুন: খুদে টিফিনে ভাত নিতে চায় না? এই ৩ মুখরোচক ভাতের রেসিপি ট্রাই করে দেখুন)

সিডনি বিশ্ববিদ্যালয় অধ্যাপক গ্রেগ লিনি বলেন, ‘সাধারণত কোবরা জাতীয় ভয়ংকর বিষধর সাপ কামড়ালে নেক্রোসিস থেকে হওয়া আঘাত ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। আমাদের এই আবিষ্কার ওই আঘাতগুলিকে ব্যাপকভাবে হ্রাস করে এবং বিষক্রিয়াকে গোটা শরীরে ছড়িয়ে পড়তে বাধা দেয় ফলে মানুষের বেঁচে যাওয়ার সুযোগ অনেক অংশে বেড়ে যায়।’

গবেষক দল গবেষণায় দেখতে পান, হেপারিং একটি ডিকয় জাতীয় প্রতিষেধক হিসেবে কাজ করে, যা সাপের কামড়ের বিরুদ্ধে অসাধারণ ভাবে লড়াই করতে পারে। প্রতিবছর প্রায় ১.৪ লক্ষ মানুষ সাপের কামড়ে মারা যান। ৪ লক্ষ মানুষের দীর্ঘমেয়াদী ক্ষতি  হয়ে যায় শরীরে। সাধারণত সাপে কামড়ানোর পর রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু এই ওষুধটি যদি আপনি হাতের কাছে পেয়ে যান, তাহলে রোগীকে বাঁচানো অনেক বেশি সহজ হয়ে যাবে।

(আরও পড়ুন: সারা দিনের কোন সময়ে সহবাসের জন্য সবেচেয়ে ভালো? কী বলছে বিজ্ঞান)

লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক নিকোলাস কেসওয়েল বলেন, ‘আমাদের আবিষ্কার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি, ২০৩০ সালের মধ্যে এই আবিষ্কার বিশ্বব্যাপী সাপে কামড়ে মৃত্যুর হার কমিয়ে দিতে পারবে উল্লেখযোগ্যভাবে।’ এই আবিষ্কার শুধুমাত্র কোবরা সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের জন্য আশার আলো নিয়ে এলো তা নয়, সেই সমস্ত অনুন্নত সম্প্রদায়ের মানুষের জন্যও একটি বিরাট বড় সুখবর যারা তাৎক্ষণিক চিকিৎসার সুযোগ পান না।