Primary TET Scam: এবার নজরে ২০১৭ প্রাথমিক টেট, সমস্ত OMR শিট আদালতে পেশের নির্দেশ দিল হাইকোর্ট

২০১৪র পর এবার ২০১৭র টেট-এর দুর্নীতিতেও নজর আদালতের। ২০১৭র টেটের সমস্ত ওএমআর শিটের ডিজিটাইড কপি আদালতে পেশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার প্রাথমিক শিক্ষা সংসদকে এই নির্দেশ দিয়েছেন তিনি ১৪ অগাস্টের মধ্যে আদালতে সমস্ত নথি পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন – ‘‌লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’‌, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী

পড়তে থাকুন – মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্যুৎ চেয়ে বুলেট!

 

গত ১৬ জুলাই এক নির্দেশে ২০১৪ টেটের ভিত্তিতে ২০১৬ সালে হওয়া প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বহু আগেই মেয়াদউত্তীর্ণ ওই প্যানেল আদালতের সামনে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। এবার ২০১৭ সালের টেটের ওএমআর শিটের ডিজিটাইজড কপি আদালতে পেশের নির্দেশ দিলেন তিনি। টিনা মুখোপাধ্যায় নামে এক প্রার্থীর করা আবেদনে এই নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীর দাবি, ২০১৭ সালের টেটে অকৃতকার্য হন তিনি। এর পর OMR শিট দেখতে চাইলে তাঁকে আসল OMR শিটের বদলে OMR শিটের একটি ফটোকপি দেখানো হয়। মামলাকারীর দাবি ওই OMR শিট তাঁর নয়।

এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা সংসদ জানায়, পর্ষদের বৈঠকে গৃহীত প্রস্তাব অনুসারে পরীক্ষার ১ বছর পর তার OMR শিট নষ্ট করে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। ডিজিটাইজড কপি রেখে OMR নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। পর্ষদের বৈঠকে গৃহীত সেই প্রস্তাবের প্রতিলিপি ইতিমধ্যে আদালতে পেশ করেছে তারা। এর পরই ২০১৭ সালের যাবতীয় ডিজিটাইজড কপি আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। ১৪ অগাস্টের মধ্যে তা আদালতে পেশ করতে হবে। ওই দিন মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন – ‘‌বেনানা রিপাবলিক হয়ে উঠতে পারে না’‌, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল

বলে রাখি, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি এতদিন বিচারপতি রাজাশেখর মান্থা শুনছিলেন। গত সোমবার থেকে মামলাগুলির শুনানির দায়িত্ব বর্তেছে বিচারপতি সিনহার ওপর।