Saddam Sardar: মাগুর মাছ চাষ করতে তৈরি করেছিলেন সুড়ঙ্গ, নতুন তত্ত্ব খাড়া করল সাদ্দাম সরদার

কুলতলিতে পুলিশের ওপর গুলিচালনায় ধৃত সাদ্দাম সরদারকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, মাগুর মাছ চাষ করতে বাড়ির নীচে সুড়ঙ্গ বানিয়েছিল সে। কিন্তু গ্রামবাসীদের আপত্তিতে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

আরও পড়ুন – ‘‌লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’‌, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী

পড়তে থাকুন – মালদার মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ, মেনে নিলেন পুলিশ সুপার, বিদ্যুৎ চেয়ে বুলেট!

পুলিশের দাবি জেরায় সাদ্দাম জানিয়েছেন, সুড়ঙ্গের মধ্যে মাগুর মাছ চাষের পরিকল্পনা ছিল তাঁর। সুড়ঙ্গের অপর প্রান্ত জাল দিয়ে ঘিরে মাগুর মাছ চাষ করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু গ্রামবাসীরা তাতে আপত্তি করেন। সুডঙ্গের এক প্রান্ত গিয়ে মিশেছে মাতলা নদীর খালে। স্থানীয়দের আশঙ্কা ছিল, দানবাকৃতির মাগুর মাছ কোনও ভাবে জাল ছিঁড়ে খালে চলে এলে অন্য মাছেদের খেয়ে ফেলবে। এর ফলে এলাকায় মাছ উৎপাদন কমে যাবে।

কুলতলির পয়তার হাট এলাকার বাসিন্দাদের প্রধান পেশা মৎস্যচাষ। সাদ্দাম ও তার পরিবারও মাছ চাষে যুক্ত। পুলিশের ওপর গুলিচালনার ঘটনার পর সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়ে তার খাটের নীচে একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। যে সুড়ঙ্গ গিয়ে পড়েছে মাতলা নদীর খালে। গ্রেফতারির পর প্রথমে সাদ্দাম দাবি করেছিল শৌচাগার হিসাবে ওই সুড়ঙ্গ ব্যবহার করত সে। সেই তত্ত্ব বিশ্বাসযোগ্য মনে হয়নি তদন্তকারীদের। শোয়ার ঘরে খাটের নীচে শৌচাগারের যুক্তি মানতে পারেননি তাঁরা। এর পর তদন্তকারীদের সামনে নতুন তত্ত্ব হাজির করল অভিযুক্ত সাদ্দাম।

আরও পড়ুন – ‘‌বেনানা রিপাবলিক হয়ে উঠতে পারে না’‌, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল

তদন্তকারীদের অনুমান, প্রতারিতদের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে পালাতেই খাটের নীচে সুড়ঙ্গ তৈরি করেছিল সে।