একুশে জুলাইয়ের পোস্টারে অভিষেকের ছবি নেই!‌ খোঁচা দিলেন শমীক, পাল্টা জবাব জয়প্রকাশের

রাত পোহালেই একুশে জুলাই। শহিদ তর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। তবে এবারের একুশে জুলাই যে অন্যান্যবারের থেকে পৃথকমাত্রা যোগ করবে সেটা আগেই বোঝা গিয়েছিল। কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে ২–০, ৪–০ ফলাফলে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার একুশে জুলাইয়ের পোস্টার–ব্যানার–ফেস্টুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই বেশ কয়েকটি জায়গায় বলে অভিযোগ উঠেছে। আর তা নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। জবাব দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও।

ইতিমধ্যেই একুশে জুলাইয়ে প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। প্রত্যেক জেলা থেকে নেতা–কর্মী থেকে সমর্থকরা আসতে শুরু করেছেন। মঞ্চ থেকে শুরু করে গোটা পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। কলকাতা থেকে জেলায় সর্বত্র প্রস্তুতি শেষ লগ্নে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ চলছে। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র–সহ একাধিক গেস্ট হাউসগুলিতে থাকতে শুরু করেছেন নেতা–কর্মীরা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই!‌ এটা কেমন করে সম্ভব?‌ এই প্রশ্ন ওঠার পাশাপাশি খোঁচা এসেছে বিজেপির সাংসদ তথা রাজ্যের মুখপাত্র শমীক ভট্টাচার্যের কাছ থেকে।

এবারের একুশে জুলাই অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও নেতা–কর্মী–সমর্থকরা রওনা দিয়েছেন। এখন থেকেই একুশে জুলাইয়ের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। এখান থেকেই আগামীর দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। এই আবহে শমীকের খোঁচার জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার। এই ছবি না থাকার প্রসঙ্গ নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে সুন্দর। ড্যাম স্মার্ট। জামা কাপড়ও যা পড়েন তা অত্যন্ত অ্যাট্রাকটিভ। আধুনিক প্রজন্মের প্রতিনিধি মনে হয়। কথাবার্তাও সাবলীল বেশ। তাই হিংসা করে হয়তো ছবি রাখেনি। এটা ওদের পারিবারিক ব্যাপার। এখানে আমরা কেন ঢুকতে যাব?‌’‌

আরও পড়ুন:‌ তিন ভাগে গড়ে উঠছে একুশে জুলাইয়ের মঞ্চ, পৃথক র‌্যাম্প থেকে শুরু করে থাকছে নানা ব্যবস্থা

শমীকের পাল্টা জবাব দিয়েছে জয়প্রকাশ মজুমদার। তাঁর বক্তব্য, ‘‌একুশে জুলাইয়ের কয়েকটা থিম আছে যা অপরিবর্তনীয়। আমাদের ব্যানার, ব্যাকড্রপ উপরে যাঁরা আছেন তাঁদের সকলের মতামত নিয়ে তৈরি করা হয়েছে। যে ছবি ব্যবহার হচ্ছে সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু সম্পূর্ণ অনুমোদন আছে তা নয়, এটা সৃষ্টি এবং তৈরির পিছনে তাঁর মাথাও আছে।’‌ এই সমাবেশে ইন্ডিয়া জোটের আর কারা আসবেন?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে। সেটা নিয়ে তেমন কিছু লেখেননি দলনেত্রী। তবে অখিলেশ যাদব আসছেন একুশের মঞ্চে। আর কয়েকজন আসতে পারেন বলে সূত্রের খবর।