বাংলার ১০টি জেলা শহরে জমি চিহ্নিত করার নির্দেশ নবান্নের, গড়ে উঠবে শপিং মল

শহরে শপিং মল আছে। কিন্তু সব জেলায় শপিং মল গড়ে ওঠেনি। কিন্তু মানুষের সেই চাহিদা আছে। এই কথা জানতে পেরে এবার ১০টি জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য শপিং মল করতে জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে নবান্ন। কারণ এই জমি চিহ্নিত হলে শপিং মল নির্মাণ হবে। স্বনির্ভর গোষ্ঠীর পণ্য সেখানে বিক্রি হবে। তাতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে তাঁদের। আবার রাজ্যের তৈরি পণ্য বিক্রি হলে চাহিদা বাড়বে। এখন পাঁচতলা শপিং মল গোটাটাই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের। এই ভাবনাকে সামনে রেখে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল। সেটাই এবার জেলা শহরে করার পরিকল্পনা নিয়েছে নবান্ন।

এবার বাংলার পোশাক শিল্প থেকে শুরু করে হস্তশিল্প বড় আকার ধারণ করেছে। তাই চাহিদা বাড়ছে মানুষের। কিন্তু সবকিছু এক জায়গায় পাচ্ছেন না মানুষজন। জেলায় এই সমস্যা সবচেয়ে বেশি। আচার–পাঁপড়–মোরোব্বা সহ স্বনিভর্র গোষ্ঠীর হাত ধরে গড়ে ওঠা বাংলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত একাধিক সামগ্রীকে বাজার তৈরি করে দিতে জেলাতেও শপিং মল নির্মাণ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ লক্ষ্য একটাই বাংলার নিজস্ব ক্ষুদ্র এবং কুটির শিল্পকে পর্যটকদের সামনে তুলে ধরা যায়। আর পর্যটকদের আকর্ষণ বাড়লে কেনা–বেচা বাড়বে। তাতে স্বনির্ভর গোষ্ঠীর হাতে অর্থ আসবে এবং রাজ্যেরও রাজস্ব আয় হবে।

আরও পড়ুন:‌ টানা দু’‌দিন বন্ধ থাকবে কোন ট্রেনগুলি?‌ আবার বাতিল হল একগুচ্ছ লোকাল ট্রেন

এই কাজ করার জন্য জেলাশাসকদের জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দশ জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য শপিং মল তৈরি করার পরিকল্পনা রয়েছে। গত ১২ জুলাই এই বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়। তখনই রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জেলাশাসকদের জানিয়ে দেয় নবান্ন। তারপরই তৎপরতা শুরু হয়েছে। মুখ্যসচিব বিপি গোপালিকা জেলাশাসকদের জানিয়ে দেন জমি চিহ্নিত করে দ্রুত প্রস্তাব পাঠাতে হবে। এই ১০টি জেলা শহর হল—আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, দিঘা, মেদিনীপুর, মালদা এবং চন্দননগর। কারণ এখানে পর্যটকদের আনাগোনা বেশি।

বাংলার গ্রামাঞ্চলে এখন ১২ লক্ষ ৫ হাজার ৯৪৬টি স্বনির্ভর গোষ্ঠী আছে। সদস্য সংখ্যা ১ কোটি ২২ লক্ষের কিছু বেশি। শহরাঞ্চলেও কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। এদের প্রধান সমস্যা বিপণন। পর্যটক কেন্দ্রিক জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর বাজার তৈরি করার প্রস্তাবও ছিল। কলকাতায় এই মল তৈরি করা হলেও সেটা যথেষ্ট নয়। তাই জেলাগুলিতে শপিং মল তৈরি করতে হবে। যেখানে শুধু স্বনির্ভর গোষ্ঠীর পণ্য থাকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত, বস্ত্রশিল্প, হস্তশিল্পকে তুলে ধরতে চান। দুর্গাপুজোর আগে দুবাইয়ের ধাঁচে বাংলায় বিশ্ববঙ্গ কনভেনশান সেন্টার হচ্ছে। আলিপুর জেল মিউজিয়ামের পাশে হিডকো একটি মল তৈরি করেছে। বাংলার হস্তশিল্প ও তাঁত এবং চর্মজাত শিল্পকে তুলে ধরা হয়েছে।