Relationship: এই ৩ কারণে ভারতীয় পুরুষদের ডেট করেন না এই রিলেশনশিপ কোচ, কী সেই কারণগুলি

অতি প্রাচীনকাল থেকে ভারতীয় পুরুষদের শারীরিক গঠন বা বুদ্ধির করে এসেছেন বহু মানুষ। ভারতীয় পুরুষদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনও দেশের পুরুষদের মধ্যে পাওয়া যায় না সাধারণত। বহু বিদেশিনী এমন রয়েছেন যারা সুদূর বিদেশ থেকে ভারতে রয়েছেন শুধুমাত্র ভারতের পুরুষকে ভালোবেসে।

ভারতীয় পুরুষদের এত গুণ থাকা সত্ত্বেও এমন একজন রয়েছেন যিনি নাকি ভারতীয় পুরুষদের ডেট করতেই চান না। সম্পর্ক এবং জীবন প্রশিক্ষক চেতনা চক্রবর্তী সম্প্রতি নিজের Instagram অ্যাকাউন্টে জানিয়েছেন তেমনি কিছু কথা। যদিও মতামতটি যে শুধুমাত্র তাঁর নিজের সেটাও তিনি বলতে একেবারেই ভোলেন নি।

(আরও পড়ুন: রাধিকার ফুলের দোপাট্টা পছন্দ হয়েছে? ২০০০ টাকায় বাড়িতে বানিয়ে ফেলুন আপনিও)

চেতনা যে তিনটি পয়েন্ট তুলে ধরেছেন সেগুলির মধ্যে প্রথমটি হল, ভারতীয় পুরুষরা কঠিন সময়ে পিছিয়ে আসেন সব সময়। চেতনার মতে, ভারতীয় পুরুষরা যখনই কঠিন পরিস্থিতি সম্মুখীন হন তখনই তাঁরা চুপ করে যান। ওই একই পরিস্থিতিতে স্ত্রী হয়তো কথা বলেন, এবং সেই কথা বলাকে পুরুষরা সমস্যার আখ্যা দিয়ে দেন। তখন একজন পুরুষ বলেন, নারীরা অতিরিক্ত ঝগড়ুটে এবং আক্রমণাত্মক হন। কিন্তু একজন পুরুষ কখনও ই ঠান্ডা মাথায় স্ত্রীর সঙ্গে আলোচনা করবেন না কঠিন পরিস্থিতিতে।

চেতনার দ্বিতীয় পয়েন্ট হল, একজন পুরুষ কখনওই তাঁর শখের নারীর সঙ্গে রোমান্টিকভাবে কথা বলেন না। ভারতীয় পুরুষদের কাছে রোমান্টিসিজম হল, এক মাস বা এক বছরের ব্যাপার। খুব জোর জন্মদিন বা অ্যানিভার্সারির দিন ডেটে নিয়ে গেলেই ভারতীয় পুরুষদের রোমান্টিসিজম শেষ হয়ে যায়। ভারতীয় পুরুষরা বুঝতেই চান না, রোমান্টিক হওয়া একদিন বা এক মাসের ব্যাপার নয়, এটি সারা জীবনের ব্যাপার।

(আরও পড়ুন: হার্ট ভালো রাখতে চান? নিয়ম করে এই খাবারগুলি খান, কয়েকটি তো দারুণ কাজের)

চেতনা যে তৃতীয় পয়েন্ট তুলে ধরেছেন সেটি হল, ভারতীয় পুরুষরা কখনও বাড়ির কাজে হাত লাগাতে চান না। কোনও কোনও পুরুষ যদি করেও ফেলেন, তাহলে তাঁরা এমন ভান করেন যেন মনে হয়, খুব বড় উপকার করে ফেলেছেন। কিন্তু এমনটা হওয়ার কথা নয়, বাড়ি যখন দুজনের তাহলে কাজও দুজনেই করতে পারে। এতে উপকার করে দেওয়ার মত কোনও ব্যাপার নেই।

চেতনার এই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৬৫ হাজারের বেশি মানুষ। শেয়ার করেছেন অনেকেই। কেউ কেউ একমত হয়েছেন কেউ আবার দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন, ‘আপনি হয়তো খারাপ ব্যবহারের সম্মুখীন হয়েছেন কিন্তু তার মানে এই নয় সকলেই খারাপ।’ কেউ আবার বলেছেন, ‘কিছু কিছু বৈধ পয়েন্ট অবশ্যই রয়েছে। কিন্তু সবকটাই যে ঠিক সেটাও বলা যাচ্ছে না।’ কেউ আবার লিখেছেন, ‘শুধু ছেলেরা কেন মেয়েরাও কিন্তু এই একই কাজ করেন অনেক সময়।’