Santosh Mitra Square: আবার চমক! পুজো এবার বিশাল গোলকে 11D ছায়াছবি দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে

রথযাত্রা যেতেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর পুজোয় চমক দিতে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতার নাম করা পুজো কমিটিগুলি। আর এবারও সবার থেকে এগিয়ে থাকতে নতুন চমক নিয়ে এসেছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার। গত বছর যেখানে রাম মন্দিরের আদলে মণ্ডপ গোটা দেশে ঝড় তুলেছিল সেখানে এবারের থিম কী হবে তা নিয়ে কৌতুহল ছিল অনেকের মধ্যেই। সোমবার এক ভিডিয়ো প্রকাশ করে সেই প্রশ্নের জবাব দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। জানিয়েছে, এবারে তাদের পুজোর থিম মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার।

আরও পড়ুন – তৃণমূলে এমন কোনও নেতা নেই যিনি…, মমতার ‘বিবেকবান চাই’ মন্তব্যকে কটাক্ষ দিলীপের

পড়তে থাকুন – টিউশন পড়ে প্রেমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ২ নাবালিকা, পরিণত হল ভয়ানক

 

মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর জনপ্রিয়তায় গত কয়েক বছরে ভাটা পড়েছে দক্ষিণের জনপ্লাবনে। গত বছর রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত সেই মণ্ডপ দেখতে তিল ধারণের জায়গায় ছিল না। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে। উঠেছে বৈষম্যের অভিযোগও। কারণ, এই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ।

এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ‘দ্য স্ফিয়ার’ বা গোলক। বিশাল এই গোলকের গায়ে দেখা যাবে নানা রকম ছবি ও আলোর খেলা। আর ভিতরে দেখা যাবে সায়েন্স সিটির স্পেস ওডেসির মতো 11D চলচ্চিত্র। সেখানে দুর্গার কাহিনী ও মহিমা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন – আদালের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দফতরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBIএর

সন্তোষ মিত্র স্কোয়ারের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘যেখানে তোমাদের ভাবনা শেষ। সেখানে আমাদের ভাবনা শুরু। দেখাবে লেবুতলা চমকাবে বাংলা।’