Union Budget 2024: বিজেপির ইস্তেহারে থাকলেও ৭০ ঊর্ধ্বদের জন্য মিলল না স্বাস্থ্যবিমা

স্বাস্থ্য খাতে দুর্বল এবারের বাজেট! মোদী সরকার ৩.০ গঠনের পর ২০২৪ সালের বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য যে ঘোষণা নিশ্চিত বলে মনে করা হয়েছিল তা হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিশ্চিতভাবেই ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি ওষুধকে আমদানি কর থেকে সম্পূর্ণ ছাড় দিয়ে ক্যানসার রোগীদের স্বস্তি দিয়েছেন ঠিকই, কিন্তু বিজেপির ইস্তেহারে অন্তর্ভুক্ত আয়ুষ্মান ভারত-এর বিশেষ প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। বিজেপি বলেছিল, জিতলে এবার ৭০ বছরের বেশি বয়সী বয়স্কদের বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে, কিন্তু বাজেটের এমন কোনও ঘোষণাই করা হয়নি।

আরও পড়ুন: (TMC on Budget 2024: নির্মলা সীতারমনের বাজেটকে ‘অন্ধ্র – বিহার বাজেট’ বলে কটাক্ষ তৃণমূলের)

একইভাবে, মেয়েদের জরায়ুমুখের ক্যানসার থেকে রক্ষা করার জন্য টিকা প্রচারের সবুজ সংকেত পাওয়ার আশা করা হয়েছিল আমজনতা। পার্লামেন্টে দাঁড়িয়ে সুধা মূর্তিও কম বয়সী মেয়েদের জন্য এই টিকার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু বাজেটে এ প্রসঙ্গেও কোনও উল্লেখ নেই। যার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিস্মিত। একজন প্রবীণ আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন যে তিনি আয়ুষ্মান ভারতে ৭০ বছরের বেশি বয়সী বয়স্কদের অন্তর্ভুক্ত করা এবং সার্ভিকাল ক্যানসার টিকার প্রচারাভিযান শুরু করার বিষয়ে বাজেটে একটি ঘোষণার প্রত্যাশা করেছিলেন।

আরও পড়ুন: (ইউজিসি’‌র ক্ষেত্রে বাজেট বরাদ্দ একধাক্কায় কমল, উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ল বড় কোপ)

৭০+ স্বাস্থ্য কভারের প্রতিশ্রুতি পূরণের জন্য সময় লাগবে

আয়ুষ্মান ভারত, কেন্দ্রীয় সরকারের একটি ফ্ল্যাগশিপ স্কিম, যা ১২ কোটি দরিদ্র ও দুর্বল পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য কভার প্রদান করে, এই স্কিমের জন্য আপাতত ৭,৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিমাণ গত বছরের ৬,৮০০ কোটি টাকা বরাদ্দ থেকে ৫০০ কোটি টাকা বেশি। কিন্তু, এবার ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, সরকারকে আরও ৪,০০০ কোটি টাকা থেকে ৫,০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করতে হতে পারে, যা বর্তমান বাজেটে বরাদ্দ করা হয়নি। এ প্রসঙ্গে এক কর্মকর্তা জানিয়েছেন, ৭০ বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্ত করার জন্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিলেই তবে আয়ুষ্মান ভারতের সম্প্রসারণ সম্ভব। আর এই উদ্দেশ্যে তহবিল বরাদ্দ করার জন্য একটি বিশেষ বিধানও থাকতে হবে। তাই এর জন্য আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: (Abhishek on Budget 2024: বিহার – অন্ধ্রের জন্য কল্পতরু সীতারমন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে, অভিযোগ অভিষেকের)

২০২৪ সালের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে

কেন্দ্রীয় বাজেটে, স্বাস্থ্য খাতে ৭০,৭৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বছরের বাজেট থেকে ১২.৬ শতাংশ বেশি। এর মধ্যে ৮৭,৬৫৮ কোটি টাকা কেন্দ্রীয় খাতের স্কিম/প্রকল্পের দিকে যাবে এবং কেন্দ্রীয়ভাবে স্পনসর করা স্কিমগুলি চালানোর জন্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানান্তর করা হবে। আরও ৩,৩০২ কোটি টাকা স্বাস্থ্য গবেষণা বিভাগে দেওয়া হবে।