Chandrababu Naidu: জগন রেড্ডি আধুনিক পাবলো এসকোবার, লাগামছাড়া আক্রমণ চন্দ্রবাবু নাইডুর

অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর দলের বিরুদ্ধে ওয়াইএসআরসিপির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি তাঁর দলের নেতাকর্মীদের আক্রমণ করার অভিযোগ তুলেছেন। এই অভিযোগে দিল্লির যন্ত্রর মন্তরে তিনি ধর্নাতেও বসেন। তাতে ইন্ডিয়া জোটের নেতাদের ধর্না মঞ্চে দেখা যায়। ঠিক এই আবহে এবার পালটা জগন মোহনকে তীব্র আক্রমণ করলেন চন্দ্রবাবু নাইডু। জগন মোহনকে মাদক সম্রাট পাবলো এসকোবারের সঙ্গে তুলনা করলেন চন্দ্রবাবু।  তিনি রেড্ডিকে ‘আধুনিক যুগের পাবলো এসকোবার’ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: TDP’র বিরুদ্ধে জগন মোহনের ধর্না মঞ্চে ‘INDIA’র নেতারা, জোটে যোগ দেওয়ার আহ্বান

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রাক্তনকে নিশানা করে বলেন, ওয়াইএসআরসিপির শাসনে অন্ধপ্রদেশ গাঁজার সাম্রাজ্যের পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও অন্ধ্রপ্রদেশে এরকম অবস্থা দেখেননি। তিনি আরও বলেন, ‘অন্ধে যা ঘটেছে তা শুধুমাত্র একজন ব্যক্তি সঙ্গে তুলনা করা যেতে পারে। তিনি হলেন মাদক সম্রাট পাবলো এসকোবার।’ অন্ধ্রপ্রদেশ বিধানসভায় চন্দ্রবাবু নাইডু বলেন, ‘পাবলো এসকোবার ছিলেন কলম্বিয়ার একজন কুখ্যাত মাদক সম্রাট। তিনি একজন মাদক সন্ত্রাসবাদী ছিলে।। তিনি প্রথমে রাজনীতিতে প্রবেশ করেন এরপর রাজনীতির আড়ালে মাদক বিক্রির ব্যবসা শুরু করেন। সেই সময় মাদক বিক্রি করে তিনি ৩০ বিলিয়ন ডলার আয় করেছিলেন যা বর্তমানে ৯০ বিলিয়ন ডলারের সমান। ১৯৭৬ সালে মাদক বিক্রি করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী নাইডু আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লক্ষ্য ছিল টাটা, রিলায়েন্সের থেকেও ধনী হওয়া। মুখ্যমন্ত্রী মনে করেন, কারও লোভ আছে, কারও উচ্ছাকাঙ্খা রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের উচ্ছাকাঙ্খা রয়েছে। তিনি বলেন, রেড্ডির আমলে রাজ্যের প্রতিটি গ্রামে সহজেই গাঁজা পাওয়া যেত। এবার অন্ধপ্রদেশ সরকার সেই সমস্যা সমাধানে বন্ধ পরিকর। উল্লেখ্য, পাবলো ১৯৯৩ সালে কলম্বিয়ার বিশেষ বাহিনীর হাতে নিহত হয়েছিলেন। তাকে বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিশালী মাদক পাচারকারী হিসেবে বিবেচনা করা হতো। তিনি মাদক সন্ত্রাসবাদী হিসেবেও পরিচিত ছিলেন।