Gururgam Hit And Run Case: গাড়ি চাপা মামলায় ৯২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, দু’বছরের পুরনো মামলায় বড় রায়

৯০ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ পাবেন ভিক্টিম। দুই বছরের পুরনো গাড়ি চাপা মামলায় বড় রায় দিয়েছে মোটর দুর্ঘটনার দাবি ট্রাইব্যুনাল। ২০২২ সালের ২৫ তারিখে ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার শিকার সন্দীপ সিংয়ের পক্ষে এই রায় দেওয়া হয়েছে। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। বিগত দুই বছর ধরে চলছিল আইনি লড়াই। এতদিন পরে নিরাপত্তারক্ষী সন্দীপ সিংকে ৯২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

আসল ঘটনাটি কী ঘটেছিল

সন্দীপ মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা। নিজ রাজ্যেই কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার কথা ছিল। বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল তাঁর। আধাসামরিক বাহিনীতে নির্বাচনের সুযোগও পেয়ে গিয়েছিলেন। পরিবারের দারিদ্র্যতা থেকে বেরিয়ে একটি সম্মানজনক জীবনযাপন করার জন্য প্ৰস্তুত ছিলেন তিনি। তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় সিংয়ের বয়স ছিল ২৪ বছর। তাঁর মা একটি মামলা করেছিলেন। ২৭ মে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি পিটিশন দায়ের করেছিলেন তিনি। সন্দীপের মা দাবি করেছিলেন যে তাঁর ছেলেই পরিবারের একমাত্র উপার্জনকারী।

আরও পড়ুন: (Union Budget 2024: এই বছর দেশে Census হবে? বাজেটে মিলল বড় ইঙ্গিত)

জানা গিয়েছে, তখন ৬৭ নম্বর সেক্টরের ইরো ভিক্টরি ভ্যালিতে গার্ড হিসেবে কাজ করছিলেন সন্দীপ। সেই সময়ই সোসাইটির এক বাসিন্দা নিজের দ্রুতগামী এসইউভি, চালিয়ে দিয়েছিলেন তাঁর উপর দিয়ে। এই দুর্ঘটনায় সন্দীপের মেরুদণ্ড ও পায়ের হাড় ভেঙ্গে গিয়েছিল, ফুসফুসে এবং মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছিল।এই দুর্ঘটনার পর সন্দীপকে শহরের ডব্লিউ প্রতিষ্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে ফোর্টিস হাসপাতাল, পার্ক হাসপাতাল এবং ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় সন্দীপকে বাঁচানোর জন্য বেশ কিছু অস্ত্রোপচারের পরও তাঁর জ্ঞান ফেরাতে পারেননি চিকিৎসকরা। এখনও তিনি কোমায় রয়ে গেছেন। পরিবারের সঙ্গে মোরেনার বান্দা গ্রামে থাকছেন আপাতত।

আরও পড়ুন: (লিথিয়াম, কোবাল্ট, নিকেলের মতো খনিজ উৎপাদন ও পুনর্ব্যবহার করবে ভারত, চালু Critical Mineral Mission)

৯২,৬০,৩০৯ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে

প্রিসাইডিং অফিসার সুনীল চৌহানের নেতৃত্বে ট্রাইব্যুনাল সবটা খতিয়ে দেখে, ৯ জুলাই অভিযুক্ত গাড়ি চালক মানস সচদেবা এবং বীমা কোম্পানি টাটা এআইজিকে বলেছে, ক্ষতিপূরণ হিসাবে ৯২,৬০,৩০৯ টাকা এবং বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এই অর্থ জেলা আদালতের এমএসিটি অ্যাকাউন্টে জমা দিতে করলে, সেই টাকা সিংয়ের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এর দরুণ ভিকটিমের চিকিৎসায় সাহায্য মিলবে। যদিও সন্দীপ সিংয়ের বড় ভাই কৃষ্ণ জানিয়ে দিয়েছেন যে কোনও অর্থই সন্দীপকে আগের জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না।

আরও পড়ুন: (Budget 2024: মাথা পিছু স্বাস্থ্যখাতে মাত্র ৬৩৮ টাকা বরাদ্দ! বাজেট দেখে চটলেন চিকিৎসকদের একাংশ)

বিনামূল্যে মামলা লড়েছেন আইনজীবীরা

জানা গিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটানোর পরও গাড়ি চালক মনন সচদেবাকে ২৯ মার্চ বেপরোয়া গাড়ি চালানোর জন্য গ্রেফতার করা হয়েছিল, পরদিন জামিনও পেয়ে গিয়েছিলেন তিনি। এও মামলায় এখনও কোনও অভিযোগই সেভাবে দাখিল করা হয়নি। তবে, সন্দীপের এই ভয়ঙ্কর অবস্থার জন্য ক্ষতিপূরণ চেয়ে, তাঁর মা যে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন, এই মামলা সম্পূর্ণ বিনামূল্যে লড়েছেন আইনজীবী ভূপেন্দ্র প্রতাপ সিং।