National Parents’ Day: কবে পালন করা হয় জাতীয় বাবা-মা দিবস? কেনই বা পালন করা হয় এই দিন

একজন সন্তানের জীবনে যে মানুষ দুটির সব থেকে বেশি ভূমিকা থাকে, তাঁরা হলেন বাবা-মা। সন্তানদের বড় করে তোলার জন্য যে ত্যাগ স্বীকার করেন বাবা-মা, তা অন্য কেউ করতে পারবেন না। বাবা মা নিঃস্বার্থ ভালোবাসাই সন্তানকে বড় করে তোলে। জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জের জন্য সন্তানকে তৈরি করেন পিতা-মাতা আর বাবা-মায়ের এই অবদানকে স্মরণ করার জন্যই পালন করা হয় জাতীয় পিতা-মাতা দিবস।

কবে পালন করা হয় জাতীয় পিতা-মাতা দিবস 

 

প্রতিবছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালন করা হয় জাতীয় পিতা-মাতা দিবস। এই বছর এই দিনটি পালন করা হবে ২৮ জুলাই।

(আরও পড়ুন: রান্নাঘর থেকে সোজা খাবার পরিবেশন করছে রোবট ‘অনন্যা’, হোটেলের ভিডিয়ো ভাইরাল)

জাতীয় পিতা-মাতা দিবসের ইতিহাস 

 

১৯৯৪ সালে জাতীয় কংগ্রেস জাতীয় পিতা-মাতা দিবস পালন করার একটি প্রস্তাব দেন, যা পাস করেন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন। যদিও এই বিলটি প্রবর্তন করেছিলেন ট্রেন্ট লট, যিনি ছিলেন একজন রিপাবলিকান সিনিয়র, তিনি প্রথম এই বিলটি প্রবর্তন করেছিলেন। এই বিলটি পাস হওয়ার পর থেকে ১৯৯৫ সালের পর থেকে প্রতিবছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বক্তৃতা, প্যারেডের মাধ্যমে এই দিনটি পালন করা শুরু হয়।

জাতীয় পিতা-মাতা দিবস পালন করার তাৎপর্য 

 

এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই দিনে সেই সমস্ত পিতা-মাতাকে প্রশংসিত করা হয় যারা নিঃস্বার্থভাবে সন্তানদের মানুষ করে চলেছেন অবিরাম। এই বিশেষ দিনটি অভিভাবকদের মানসিক, শারীরিক সমর্থন প্রদান করতে, দৃঢ় পারিবারিক বন্ধন তৈরি করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেয়।

(আরও পড়ুন: মা হতে সমস্যা? এই একটি ওষুধ করবে সব সমস্যার সমাধান, বললেন গবেষকরা)

জাতীয় পিতা-মাতা দিবস ২০২৪ শুভেচ্ছা বার্তা 

 

১) শুভ জাতীয় পিতা-মাতা দিবস! আমার জীবনে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ!

২) সর্বকালের সেরা পিতা-মাতাদের জানাই শুভ জাতীয় পিতা-মাতা দিবস।

৩) পিতা মাতা হলেন সেই রিয়েল হিরো, যাদের আলাদা করে পরিচয় দিতে লাগে না। সকলকে জানাই শুভ পিতা মাতা দিবস।

আপনি কীভাবে পালন করবেন জাতীয় পিতা-মাতা দিবস? 

 

বাবা মাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বাবা-মার প্রিয় জিনিস উপহার হিসেবে দিতে পারেন তাদের। বাড়িতেই রান্না করে বাবা মাকে চমকে দিতে পারেন। কৃতজ্ঞতা শুধু দেখিয়ে নয়, সারা জীবন বাবা-মার পাশে থাকার অঙ্গীকার করার মাধ্যমে আপনি পালন করতে পারেন জাতীয় পিতা-মাতা দিবস।