Valmiki corporation scam: বাল্মীকি কেলেঙ্কারিতে সিদ্দারামাইয়ার নাম জড়াতে চাপ, ED-র বিরুদ্ধে অভিযোগ আমলার

চলতি বছরের শুরুতে কর্ণাটকে একটি বড়সড় কেলেঙ্কারি সামনে এসেছে। সেটি হল বাল্মিকী কর্পোরেশন কেলেঙ্কারি। প্রায় ১৮৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে  এই সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি, সিবিআই। শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। এবার এনিয়ে পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা থানায় মামলা করলেন এক শীর্ষ স্থানীয় আমলা। তিনি অভিযোগ করেছেন, তাঁকে চাপ দিয়ে ইডি আধিকারিকরা জোর করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ বেশ কয়েকজনের নাম এই কেলেঙ্কারিতে জড়াতে চাইছেন। এই অভিযোগেই তিনি ইডির দুই আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: সিদ্দারামাইয়ার ছেলের মৃত্যু নিয়ে প্রশ্ন কুমারস্বামীর, পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, ওই সরকারি আধিকারিকের নাম কালেশ বি। তিনি রাজ্যের সমাজকল্যাণ দফতরের অতিরিক্ত ডিরেক্টর। তিনি অভিযোগ করেছেন, গত ১৬ জুলাই তাঁকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। গত ১৮ জুলাই ফাইল নিয়ে তাঁকে সেখানে যেতে বলা হয়েছে। সেই মতোই তিনি ইডির কাছে হাজিরা দিয়েছিলেন। কিন্তু, অভিযোগ সেখানে ইডি আধিকারিকরা তাঁকে মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী বি নাগেন্দ্রর নাম বলতে চাপ দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেছেন, ইডি আধিকারিকরা তাঁকে গালিগালাজ করেছেন। এমনকী তাদের কথা না মানলে গ্রেফতার করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কালেশ যে দুজন ইডি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের নাম হল মুরলি কান্নান এবং মিত্তাল। 

তিনি অভিযোগ করেছেন, মুরলি কান্নান তাঁকে প্রাক্তন মন্ত্রী বি নাগেন্দ্রর নাম জড়ানোর জন্য চাপ দিয়েছিলেন। এরপর কান্নান তাঁকে মিত্তালের কাছে পাঠিয়েছিলেন। সেখানে মিত্তাল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। দুজনের বিরুদ্ধে পুলিশ অপরাধ মূলক ভয় দেখানো, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে এই কেলেঙ্কারিতে শাসকদলের মন্ত্রীরা অভিযোগ করেছিলেন যে তাদের নাম জড়ানোর জন্য ধৃত ব্যক্তিদের উপর চাপ দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন নাগেন্দ্র। তাঁকে আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন  বিচারক।