এশিয়া কাপের ফাইনালে না থেকেও আছে বাংলাদেশ!

নবম নারী এশিয়া কাপের পর্দা নামবে আজ রবিবার। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ডাম্বুলাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হতশ্রী ব্যাটিংয়ের খেসারত দিয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ। নিগার সুলতানার দল বাদ পড়লেও ফাইনালে বাংলাদেশের অংশগ্রহণ একভাবে ঠিকই থাকছে! কেননা এই ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

এশিয়া কাপের ফাইনালে তিন আম্পায়ারের তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে একজন বাংলাদেশের জেসি। ফিল্ড আম্পায়ার হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি। এবার এশিয়া কাপে তিন ম্যাচে ফিল্ড আম্পায়ার এবং দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি জেসি নিজেই জানিয়েছেন, ‘আমার জন্য এটা দারুণ ব্যাপার। ওরা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দিয়েছে। আমি দারুণ খুশি।’

চলমান এশিয়া কাপে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে। এর আগের আসর হয়েছিল সাত দলের। এশিয়া মহাদেশে নারীদের ক্রিকেটে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বাড়াতে এবার একটি দল বাড়ানো হয়েছে। এছাড়া নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে ২০২৪ এশিয়া কাপে সকল ম্যাচ অফিসিয়াল রাখা হয়েছে নারীদের।