শোকের মাস আগস্টজুড়ে কর্মসূচি নির্ধারণে ছাত্রলীগের প্রস্তুতি সভা মঙ্গলবার

দরজায় কড়া নাড়ছে শোকের মাস আগস্ট। এই শোকাবহ আগস্ট ঘিরে মাসব্যাপী কর্মসূচি নির্ধারণে প্রস্তুতি সভা আহ্বান করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (২৯ জুলাই) রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাঙালির চিরতম দুঃখের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি নির্ধারণের উদ্দেশ্যে ৩০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় (২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ) একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতেএতে উক্ত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, আবুজর গিফারী কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।



সালাউদ্দিন/সাএ