দেবরের গুলিতে ভাবি নিহত, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি

ভারতের পাঞ্জাবের চন্ডিগড়ের নানুমাজরা গ্রামে এক ২২ বছর বয়সী নারী দেবরের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) রাতে এই হত্যার ঘটনা ঘটে। নিহত নারীর নাম স্বাতী। দেবর রাজীবের হয়রানি ও শারীরিক আগ্রহের প্রতিবাদ করার কারণে রাজীব তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। সোহনা পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে অভিযুক্তের বাবা-মা এবং অপর একজন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

পুলিশের প্রতিবেদনে জানা গেছে, স্বাতী তার শাশুড়ি সীমানা ও শ্বশুর শ্যামসহ তার বাড়িতে ছিলেন যখন রাজীব গুলি চালায়। সীমানা ও শ্যাম পুলিশের কাছে দাবি করেছেন, স্বাতীর মৃত্যু মোবাইল চার্জারের বিস্ফোরণের কারণে হয়েছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করেছে।

অভিযুক্ত রাজীব এখনও পলাতক। স্বাতীকে হত্যা করার পরই সে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, রাজীব স্বাতীর বাড়িতে এসে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। স্বাতী এর প্রতিবাদ করলে রাজীব ক্ষিপ্ত হয়ে তাকে একটি দেশি পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যা করে। ঘটনার সময় স্বাতীর বড় ছেলে বাড়িতে উপস্থিত ছিলেন। বাড়িতে না থাকা বাবাকে ঘটনাটি জানায় ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার ওম প্রকাশ জানান, রাজীব দীর্ঘদিন ধরে স্বাতীকে উত্ত্যক্ত করে আসছিল। স্বাতী তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন। পুলিশ তদন্ত করছে কীভাবে রাজীব অস্ত্রটি পেয়েছিল।

মামলার তদন্তের অংশ হিসেবে স্বাতীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বাতী তার স্বামী ও তিন সন্তান রেখে গেছেন।