বাজেটে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি বরাদ্দ হয়েছে বাংলার জন্য, হিসাব দিয়ে বোঝালেন রাজু বিস্ত

রাজ্যের বঞ্চনার অভিযোগ খারিজ করে সাধারণ বাজেটে উত্তরবঙ্গের প্রাপ্তির তালিকা তুলে ধরলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। রবিবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গের প্রাপ্তির খতিয়ান তুলে ধরেন তিনি। সাংসদের সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ।

আরও পড়ুন – নীতি আয়োগের বৈঠকে নিয়ম ভেঙে মমতাকে আগে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল

পড়তে থাকুন – পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র

 

রাজু বিস্ত বলেন, ‘অসম ও পশ্চিমবঙ্গের চা বাগান শ্রমিক ও তাদের সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষাখাতে সাধারণ বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গোটা দেশে রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে কেন্দ্রীয় সরকার ১১,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে ১,২০০ কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। আশা করি সেই টাকা তিস্তায় বন্যা কবলিতদের উন্নয়নে খরচ করবে।’

রাজ্যে রেলের প্রাপ্তিও তুলে ধরেন তিনি। বলেন, ‘রেলের জন্য ১ বছরে ১৪,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। রাজ্যে ৬০,০০০ কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে। এছাড়া পশ্চিমবঙ্গের ১০০ রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৫ বছরে পশ্চিবঙ্গকে ১৩১ শতাংশ অতিরিক্ত অর্থ দিয়েছে ভারত সরকার। রাজ্যের তরফে বঞ্চনার যে অভিযোগ তোলা হয় তা ভুল ও ভিত্তিহীন। এই বাজেটে রাজ্যগুলির জন্য মোট ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তার মধ্যে সব থেকে বেশি টাকা পাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেশের ৭.৫ শতাংশ হলেও এই রাজ্যের জন্য মোট বাজেট বরাদ্দের ১০ শতাংশ বরাদ্দ করেছে কেন্দ্র।

আরও পড়ুন – BJPকে ভোট দিলে শেষকৃত্যে অংশগ্রহণ করবেন না বলে মুসলিমদের হুমকি দিয়েছেন ইমামরা

দেশ যখন স্বাধীন হয়েছিল তখন রাজস্ব সংগ্রহে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম ছিল। মহারাষ্ট্র ছিল দ্বিতীয়। আজ মহারাষ্ট্র রাজস্ব সংগ্রহে প্রথমে উঠে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গের নাম প্রথম দশে নেই। তার পরেও মহারাষ্ট্রকে ৬০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ৯৩ হাজার কোটি টাকা।’