শহরের কঙ্কালসার রাস্তা দ্রুত মেরামত করুন, কলকাতা পুলিশের চিঠি গেল মেয়রের কাছে

রাজ্যে এখন বর্ষা শুরু হয়েছে। তবে সেটা প্রবল বর্ষা বলা যায় না। তাও যেটুকু শুরু হয়েছে তাতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। কিছুদিন আগেই শহরের রাস্তায় পড়েছে পিচের প্রলেপ। আর এই কাজ করতে বেশ কয়েক লক্ষ টাকা কোষাগার থেকে ব্যয় করতে হয়েছে কলকাতা পুরসভাকে। তারপরও সামান্য বৃষ্টিতে এমন দশা হওয়ায় ক্ষোভ চড়ছিলই। কারণ পিচের আস্তরণ এতটাই নিম্নমানের বলেই কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে বলে মনে করেন অনেকে। এই বিষয়টি নিয়ে এবার কলকাতা পুলিশ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিল। সেখানে বেহাল রাস্তা দ্রুত মেরামত করার কথা উল্লেখ করা হয়েছে।

এই চিঠি পাওয়ার পর বেশ চাপে পড়ে গিয়েছে কলকাতা পুরসভা। কারণ জনগণের পক্ষ থেকে অভিযোগ হলে সেটা জানাজানি নাও হতে পারত। কিন্তু কলকাতা পুলিশ সরাসরি চিঠি লিখে কলকাতা পুরসভার মেয়রকে রাস্তা নিয়ে অভিযোগ জানানোয় তা প্রকাশ্যে এসে পড়েছে। শহরের রাস্তা নিয়ে সরাসরি এমন অভিযোগ বিড়ম্বনায় ফেলেছে মেয়র ফিরহাদ হাকিমকে। খানাখন্দে ভরা রাস্তায় পিচের প্রলেপ উঠে গিয়েছে। বর্ষায় তাতে জল জমে মানুষের বিপদ বাড়াচ্ছে বলে উল্লেখ করা হযেছে। বেহালা থেকে বালিগঞ্জ রাস্তাঘাটের এই ছবিটাই ফুটে উঠেছে।

আরও পড়ুন:‌ ‘‌সেদিন দূরে নেই যেদিন বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে’‌, মোদীর আশ্বাস সাংসদদের

এই চিঠি সরাসরি কলকাতা পুরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলে দিল। সূত্রের খবর, কিছুদিন আগে এসব রাস্তা মেরামত হয়েছে। আর তার জন্য কলকাতা পুরসভার কোষাগার থেকে ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে এমন অবস্থা সামান্য বৃষ্টিতে হয় কেমন করে?‌ উঠছে প্রশ্ন। সুতরাং মেরামতি বাবদ কলকাতা পুরসভার সেই টাকা জলে গিয়েছে। এই চিঠি নিয়ে কলকাতা পুরসভা কোনও কথা বলতে নারাজ। মেয়র ফিরহাদ হাকিম কিছু কথা বললেও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তাই কলকাতার রাস্তা নিয়ে এবার বিরোধীরা রে রে করে নেমে পড়তে পারে।

নিম্নমানের জিনিস দিয়ে রাস্তার কাজ করা হয়েছে এটা বিরাট অভিযোগ। আর তা নিয়ে চিঠি দিচ্ছে কলকাতা পুলিশ। এই বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌সবসময়ই বিষয়গুলি নিয়ে সচেতন থাকি আমরা। আমাদের ডিজি সবসময় এসবের উপর নজর রাখছেন।’‌ যদিও এই মন্তব্য যথেষ্ট নয় বলে অনেকে মনে করছেন। আর বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর বক্তব্য, ‘‌নিম্নমানের জিনিস দিয়ে কাজ করা হচ্ছে। তাই এই দশা।’‌ কলকাতা পুলিশের পক্ষ থেকে মেয়রকে চিঠি দেওয়া হয়েছে বেহাল রাস্তাগুলি দ্রুত মেরামত করার জন্য। তাতেই অস্বস্তিতে পড়েছে কলকাতা পুরসভা।