Fire in train: স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ আগুনের ফুলকি লোকালে, ব্যাহত ট্রেন চলাচল

দুপুর ১২:১২ টা। হঠাৎই স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনে আগুন ধরে গেল। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন।অনেকেই আতঙ্কে নেমে যান ট্রেন থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আজ রবিবার ঘটনাটি ঘটেছে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী লোকালে। সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা ট্রেনে আগুন ধরে যায়। ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ফলে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা, কাকদ্বীপগামী ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।রেলের দাবি, যান্ত্রিক কোনও ত্রুটির কারণে ট্রেন থেকে আগুনের ফুলকি বের হতে দেখা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভয়াবহ রেল দুর্ঘটনা, গোটা এসি কামরাকে গ্রাস করল আগুন! আটকে পড়ে রাজধানী এক্সপ্রেস

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ৩৪৮৩২ শিয়ালদা ডায়মন্ডহারবারগামী লোকালে। ট্রেনের সজোরে ব্রেক কষার ফলে চাকার সঙ্গে ঘর্ষনের ফলে একটি কোচে আগুন দেখা যায়। এরফলে ডাউন লাইনের সুভাষগ্রামে ট্রেন আটকে থাকে। সোনারপুর-বারুইপুর- লক্ষ্মীকান্তপুর এবং সোনারপুর- বারুইপুর- ডায়মন্ড হারবার বিভাগে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছন ইঞ্জিনিয়াররা। তারা আগুন নেভানোর পশাপাশি কারণ খতিয়ে দেখেন।যদিও এদিনের দুর্ঘটনার জেরে শিয়ালদহ- বজবজ এবং শিয়ালদহ-ক্যানিং শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে। সেখানে কোনও প্রভাব পড়েনি বলে রেলের তরফে জানানো হয়েছে।

এদিন, সুভাষগ্রাম স্টেশনে ডায়মন্ড হারবারগামী ডাউন ট্রেন আটকে যাওয়ার ফলে ওই স্টেশনে শুধুমাত্র আপ লাইনের মাধ্যমে ট্রেন যাতায়াত করানো হয়। সোনারপুর এবং বারুইপুরের মধ্যে একটি লাইনে মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত চলাচল করে। যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত আজ রবিবার ছুটির দিন হওয়ায় এমনিতেই ট্রেনে যাত্রী খুব বেশি ছিল না। তবে দুর্ভোগে পড়তে হয় বহু যাত্রীকে। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা সেখানে পৌঁছে রেলের ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করেন। বেশ কিছুক্ষণ পরে ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।