IAS Centre Death:‘কোচিং কার্যত ব্যবসা হয়ে গিয়েছে, যখনই কাগজ খুলি..’ IAS কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু নিয়ে সরব ধনখড়

সদ্য দিল্লিতে প্রবল বৃষ্টির জেরে এক আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়। সেই জলে ডুবে মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার। ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দিল্লিতে। ওল্ড রাজেন্দ্রনগরের এই ঘটনায় পড়ুয়ারা প্রতিবাদে মুখর। এই পরিস্থিতিতে মুখ খুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজ্যসভায় তিনি তাঁর বক্তব্যে কোচিং সেন্টার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

জগদীপ ধনখড় বলেন,’কোচিং কার্যত বাণিজ্যে পরিণত হয়েছে। আমরা যখনই কাগজ খুলি (সংবাদপত্র পড়ি), দেখি সামনের এক বা দুই পৃষ্ঠা তাদের বিজ্ঞাপনের।’ রাজ্যসভায় এদিন এই মন্তব্য করেন ধনখড়। দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে আইএএস পরীক্ষার্থীদের মৃত্যু ঘিরে তিনি কার্যত কোচিং সেন্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সংসদে ‘একটি স্বল্প সময়ের আলোচনা বা মনোযোগ আকর্ষণ করা উপযুক্ত’। উল্লেখ্য, এর আগে গত শনিবার ওল্ড রাজেন্দ্র নগরে শনিবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সময় রাউস ইনস্টিটিউট নামে ওই কোচিং সেন্টারের বেসমেন্টে জল 
ঢুকতে শুরু করে। জলস্তর একটা সময় পর বিপদসীমার উপর চলে যায়। সেই সময়ই জলে ডুবে মৃত্যু হয় তিন জনের। আইএএস কোচিং এর সেই সেন্টারে তখন ভয়ের পরিস্থিতি। খবর দেওয়া হয় দমকলকে। ডাক পড়ে এনডিআরএফের। পুলিশ প্রশাসন সহ একাধিক বিভাগ সেখানে আসে। এরপর উদ্ধার হয় ৩ পড়ুয়ার মৃতদেহ। ক্ষোভে ফেটে পড়েন বাকি পড়ুয়ারা।

( CAT 2024 Notification: ‘ক্যাট ২০২৪’ নোটিস জারি করল IIM Calcutta, অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে? রইল জরুরি তথ্য)

( Rahul-Nirmala and Budget ka Halwa Comment: এমন কী বললেন রাহুল যে মাথা চাপড়াতে লাগলেন নির্মলা?)

এদিকে, লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপিত হয়। এই ইস্যুতে বিজেপির দিল্লির সাংসদ বাঁসুরি স্বরাজ আক্রমণ শানান আপ সরকারের দিকে। তিনি বলেন, ঘটনা ‘ অপরাধমূলক অবহেলা।’ অন্যদিকে, কংগ্রেসের শশী থারুর ক্ষতিপূরণ দাবি করেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বিহারের পূর্ণিয়ার কংগ্রেস সাংসদ পাপ্পু যাদবও বিষয়টির তদন্ত দাবি করেছেন।