National Lipstick Day 2024: কোন রঙের লিপস্টিক পরলে আপনাকে ভালো লাগবে? ত্বকের রং বুঝে বেছে নিন এভাবে

লিপস্টিক শুধুমাত্র মেকআপের একটি জিনিস নয়, এটি একই সঙ্গে ব্যক্তিত্ব, মানসিকতারও চেহারা তুলে ধরে। অনেকেই বুঝতে পারেন না তাঁকে কোন রঙের লিপস্টিকে ভালো লাগবে। তাঁদের জন্য এখানে রইল তালিকা। 

ত্বকের টোন অনুযায়ী লিপস্টিক শেড নির্বাচন :

প্রথমে আপনার ত্বকের টোন কী, সেটা বুঝুন: প্রথমে আপনার ত্বকের টোন নির্ধারণ করুন। আপনার ত্বক ফেয়ার, মিডিয়াম বা ডার্ক হতে পারে। এই তিন ধরনের ত্বকের জন্য তিন রকমের লিপস্টিক বেশি ভালো। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী। 

লিপস্টিক শেড বেছে নেওয়ার নিয়ম: আপনার ত্বকের টোন অনুযায়ী লিপস্টিক শেড বেছে নিন। ফেয়ার ত্বকের জন্য গোলাপি, পিচ, বা কোরাল শেড ভালো হয়। মিডিয়াম ত্বকের জন্য গোল্ডেন, ব্রাউন, বা মালবেরি শেড ভালো হয়। ডার্ক ত্বকের জন্য ডিপ বার্গেন্ডি, প্লাম, বা রেড শেড ভালো হয়। এই জিনিসগুলি মাথায় রেখে লিপস্টিক নির্বাচন করুন।

(আরও পড়ুন: চুল বাড়ে না একদম? সমস্যার সমাধান করবে এই ৫টি ভিটামিন-ই সমৃদ্ধ খাবার)

লিপস্টিক কেনার আগেই পরীক্ষা করুন: লিপস্টিক কেনার আগে পরীক্ষা করুন সেটি আপনার ত্বকের জন্য কতটা ভালো হবে। আপনার হাতের পিছনে লিপস্টিক লাগান এবং আপনার ত্বকের টোনের সঙ্গে মানানসই কি না দেখুন। এতেই প্রথমে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। 

আপনার চুলের রঙের সঙ্গেও বিবেচনা করুন: আপনার চুলের রংও লিপস্টিক শেড বেছে নেওয়ার সময় বিবেচনা করুন। যদি আপনার চুল কালো হয়, তাহলে ডিপ শেড ভালো হয়। যদি আপনার চুল বাদামি হয়, তাহলে মাঝারি শেড ভালো হয়।

আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়েও বিবেচনা করুন: আপনার ব্যক্তিত্বও লিপস্টিক শেড বেছে নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি যদি একটু গম্ভীর ব্যক্তিত্ব তুলে ধরতে চান, তাহলে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা বেশি ভালো। আর যদি একটু খোলামেলা হালকা মেজাজ তুলে ধরতে চান, তাহলে একটু হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। 

(আরও পড়ুন: সামান্য কয়েকটি ডেইলি রুটিন মেনে চললেই আপনি মুক্তি পাবেন তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে, কীভাবে)

তবে মনে রাখবেন, সব শেষে সৌন্দর্য নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রঙের লিপস্টিক পরে নিজেকে আপনার সবচেয়ে ভালো লাগে, সেটি ব্যবহার করাই ভালো। এখানে শুধু প্রচলিত ধারণাটি দেওয়া হল। ব্যক্তি বিশেষে অবশ্যই এগুলি বদলে যেতে পারে।