Paris Olympics 2024 IND vs ARG India vs Argentina match ended in draw India to face Ireland next

প্যারিস: প্রচুর ভারতীয় ফুটবল মাঠে আর্জেন্তিনার (India vs Argentina) সমর্থনে গলা ফাটান। লিওনেল মেসিকে কার্যত পুজো করেন।

সোমবার সেই আর্জেন্তিনার বিরুদ্ধেই এককাট্টা হয়ে গর্জন করলেন ভারতের সমর্থকেরা। গ্যালারিতে আর্জেন্তিনার পতাকার সঙ্গে পাল্লা দিয়ে উড়ল ভারতের তেরঙ্গা। হকিতে ভারত যে বিশ্বের অন্যতম সেরা শক্তি। তার ওপর টোকিও অলিম্পিক্সে ৪১ বছর পর পদক জয়ের স্বাদ পেয়েছে। রক্তের স্বাদ পাওয়া বাঘ যেন। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে যারা আত্মবিশ্বাসে ফুটছিল।

তবে আর্জেন্তিনার বিরুদ্ধে সুবিধা করতে পারলেন না হরমনপ্রীত সিংহরা (Harmanpreet Singh)। কার্যত হারা ম্যাচ ড্র করলেন একেবারে শেষ মুহূর্তের গোলে। ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ শেষ হল ১-১। ২০ বছর পর অলিম্পিক্সে আর্জেন্তিনার সঙ্গে ড্র করল ভারত। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে ভারত বনাম আর্জেন্তিনা ম্যাচ ২-২ গোলে শেষ হয়েছিল। তারপর ফের এই ড্র। গত দুই অলিম্পিক্সেই আর্জেন্তিনাকে হারিয়েছে ভারত। এমনকী, ২০১৬ সালে রিও অলিম্পিক্সে সোনা জিতেছিল আর্জেন্তিনা। সেবার গোটা প্রতিযোগিতায় একটিই ম্যাচ হেরেছিল আর্জেন্তিনা। সেটা ভারতের বিরুদ্ধে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই একটি করে পেনাল্টি কর্নার পায়। তবে কোনও গোল হয়নি। আর্জেন্তিনা বুঝিয়ে দেয় যে, তারা লড়াই ছাড়বে না। গোল করে এগিয়ে যায় আর্জেন্তিনাই। ব্যবধান আরও বাড়াতেও পারত তারা। পেনাল্টি স্ট্রোক পেয়েও গোল করতে পারেনি আর্জেন্তিনা।

চতুর্থ কোয়ার্টারেও ভারত যখন ১-০ পিছিয়ে, একটা সময় মনে হয়েছিল হয়তো হেরেই যাবে ম্যাচ। একেবারে শেষ লগ্নে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিংহ। গোটা ম্যাচে ১০টি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল ভারত। কিন্তু গোল হয়েছে একটিই।

ম্যাচের শেষে হরমনপ্রীত বলেন, ‘দল খুব ভাল খেলছে। বল নিয়ে হোক বা বল ছাড়া, দারুণ খেলছে। অনেক সুযোগ তৈরি হচ্ছে। গোল যেভাবেই আসুক না কেন, পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোক বা ফিল্ড গোল, সবই সমান গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবারই গ্রুপের তৃতীয় ম্যাচ ভারতের। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে। যারা সোমবারই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তুমুল লড়াই করেছে। হরমনপ্রীত বলছেন, ‘আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি।’

আরও পড়ুন: হাতে কেটলি ধরে আত্মবিশ্বাস ফিরে পান, মনু ভাকেরের অজানা কাহিনি শোনালেন গর্বিত বাবা

 

আরও দেখুন