Paris Olympics 2024 Satwik Chirag becomes first Indian badminton doubles pair advance to quarter finals

প্যারিস: জয় দিয়ে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে নিজেদের অভিযান শুরু করেছিলেন চিরাগ-সাত্ত্বিক জুটি। অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি। ফরাসি জুটির বিরুদ্ধে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিলেন। এবার জার্মান জুটি মার্ক লামফাস, মার্ভিন সিদেলের বিরুদ্ধে নামার কথা ছিল চিরাগদের। কিন্তু জার্মান জুটি টুর্নামেন্টে থেকে নাম তুলে নেওয়ায় এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিলেন চিরাগ-সাইরাজ জুটি। ব্যাডমিন্টনে ভারতের প্রথম পুরুষদের ডাবলস জুটি হিসেবে অলিম্পিক্সের মঞ্চে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন চিরাগ-সাইরাজ জুটি। জার্মানির ব্যাডমিন্টন প্লেয়ার মার্ক লামফাস হাঁটুতে চোট পাওয়ায় জার্মান জুটি সরে দাঁড়ায় অলিম্পিক্স থেকে। 

বিশ্বের তিন নম্বর জুটি চিরাগ-সাত্ত্বিক জুটি ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছিলেন। লুকান কর্ভি ও রোনান লোভার জুটির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতীয় জুটি। 

এদিকে, তিরন্দাজিতে পুরুষদের রিকার্ভ টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে তুরস্কর বিরুদ্ধে হারতে হয় ভারতকে। ৬-২ ব্যবধানে তুরস্ক জয় ছিনিয়ে নেন ভারতের তিরন্দাজ দলের বিরুদ্ধে। ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীন রমেশ যাদব এই দলের সদস্য ছিলেন। 

এদিকে পদক জয়ের আশা দেখিয়েও স্বপ্ন ভঙ্গ হল রমিতা জিন্দালের। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে সপ্তম স্থান পেলেন রমিতা। সেই সঙ্গে পদক সম্ভাবনাও ধাক্কা খেল। ব্যক্তিগত বিভাগে খালি হাতেই শ্যুটিং রেঞ্জ ছাড়তে হল তাঁকে। গত ২০ বছরে ভারতের দ্বিতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছেন রমিতা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে মহিলাদের রাইফেল শ্যুটিংয়ের ফাইনালে খেলেছিলেন সুমা শিরুর। তার ঠিক ২০ বছর পর ফের কোনও ভারতীয় মহিলা শ্যুটার অলিম্পিক্সে রাইফেল শ্যুটিং বিভাগে ফাইনালের টিকিট পেয়েছিলেন। 

ফাইনালে একটা সময় ১০.৯ শটও মেরেছিলেন। কিন্তু ফাইনাল যত এগিয়েছে, ততই পিছিয়ে পড়েছেন ভারতীয় শ্যুটার। শেষ পর্যন্ত পেলেন সপ্তম স্থান। সব মিলিয়ে ১৪৫.৩ পয়েন্ট স্কোর করলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার। যোগ্যতা অর্জনকারী পর্বে পঞ্চম স্থানে শেষ করেছিলেন রমিতা। তারপর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশার ফানুস। মনুর পর তিনিও অলিম্পিক্স পদক আনতে পারেন কি না, সেদিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু সোমবার ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে পদক জিততে পারলেন না রমিতা। এরপর অর্জুন বাবুতাও পারেননি ফাইনালে। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

আরও দেখুন