Rigging: মালদায় সমবায় ব্যাঙ্ক নির্বাচনে দেদার ছাপ্পা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এবার সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচনে ছাপ্পা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগে নির্বাচন বয়কট করে বেরিয়ে যান বাম – কংগ্রেসের সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা। রবিবার এই ঘটনা ঘটেছে মালদার সামসির এগ্রিল হাই স্কুলে। অভিযোগ অস্বীকার করেছ তৃণমূল।

রবিবার মালদার এআরডিবি ব্যাংকের নির্বাচনের ভোট গ্রহণ ছিল। সামসির এগ্রিল হাই স্কুলে ভোট গ্রহণ চলছিল। ভোট গ্রহণ চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিরোধীরা। পাশাপাশি বুথের বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাংচুরের অভিযোগ ওঠে।ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বস্তাবন্দি প্রচুর লাঠি। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

মালদহ জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কমিটি গঠনের জন্য ভোটগ্রহণ ছিল রবিবার। মোট ৩৪টি আসনে নির্বাচন ভোট দেওয়ার কথা ছিল সমবায়ের সদস্যদের। রতুয়ার সামসি, গাজোল এবং ইংরেজিবাজারে নির্বাচন হচ্ছে।সামসি এগ্রিল হাই স্কুল, হরিশ্চন্দ্রপুর চাঁচোল এবং রতুয়ার নয়টি আসনের জন্য নির্বাচন হয়। আর এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় সামসির এগ্রিল হাই স্কুলে। বিরোধীদের অভিযোগ, সেখানে নির্বাচনে ছাপ্পা ভোট করছে তৃণমূল। বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে। এই অভিযোগ করে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যান বাম কংগ্রেস জোটের প্রার্থী। যদিও বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, এখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। তাই তারা ছাপ্পার অভিযোগ তুলছে। লোকসভা ভোটে মালদার মানুষ ভুল বুঝে বিরোধীদের ভোট দিয়েছিল। এবার তারা সেই ভুল বুঝতে পেরেছে। এবার আম ও আমসত্ব ২টোই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাব।