Viral Video: যেন ‘বাঁয়ে হাত কা খেল’! অবলীলায় সাপ ধরে কথা বলতে বলতে বস্তা বন্দি করে দিলেন মহিলা, Video ভাইরাল

প্রবল আত্মবিশ্বাস আর ঠান্ডা মাথা না হলে, এভাবে অবলীলায় সাপ ধরা কি সহজ? সদ্য সোশ্যাল মিডিয়া কথা বলছে, অজিতা পান্ডেকে নিয়ে। কে এই অজিতা পান্ডে? তাঁর এক বড় পরিচয় হল, তিনি সাপ উদ্ধারকারী এক ব্যক্তিত্ব। হাড়হিম করা পরিস্থিতিতেও যিনি বজ্রকঠিন মানসিকতা নিয়ে ধীরে সুস্থে, তাৎক্ষণিত বুদ্ধি দিয়ে সাপকে বাগে আনতে পারেন। আর শুধু বাগে আনাই নয়, সাপকে আস্ত বস্তায় বন্দি করতে পারেন অজিতা!

সদ্য এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এই দক্ষ সাপ উদ্ধারকারী, এক সাপকে উদ্ধার করেছেন সদ্য। সেই ভিডিয়ো এখন ভাইরাল। অজিতা পান্ডে বহু দিন ধরেই সাপ উদ্ধার করে থাকেন। সদ্য ছত্তিশগড়ের বিলাসপুরের এক অফিসের ভিতরে ঢুকে গিয়েছিল সাপ। সেখান থেকে সাপের লেজ বাঁ হাতে চেপে ধরে সাপকে উদ্ধার করেন অজিতা। গোটা ভিডিয়োয় অজিতার সাপ ধরার কায়দা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এক অফিসের ভিতরের দৃশ্য। সেখানে একটি ডেস্কটপের পিছনে একটি বড় দৈর্ঘ্যের সাপ লুকিয়ে ছিল। ভিডিয়োয় দেখা যায়, অজিতা সেখানে ধীরে সুস্থে প্রবেশ করলেন। কোনও আতঙ্ক বা টেনশনের ছাপ তাঁর শরীরী ভাষায় ছিল না। তিনি সোজা গিয়ে খালি হাতেই সাপকে ধরলেন। একহাতে সাপ আরেক হাতে ঠিক করে নিলেন ওড়না। এরপর খুব সাধারণ ভাবেই একপাশে ঘুরে তিনি বের করে নিলেন বস্তা। সেই বস্তায় সাপটিকে পুরেও দিবেন। হাতে নেই কোলও গ্লাভস। এই পুরো বিষয়টি কথা বলতে বলতেই করে ফেললেন অজিতা। একইসঙ্গে তিনি বলতে থাকেন, সাপ এভাবে দেখা গেলে, কী করণীয়? তিনি জানান যে সাপটি কোন জাতের ছিল। সকলেই তাঁকে জিজ্ঞাসা করতে থাকে, যে তাঁকে কি সাপটি কামড়াতে গিয়েছে? দেখুন ভিডিয়োয় কী দেখা গেল।

( Vastu Shastra Tips: বাড়িতে টিয়া পাখি থাকা কি শুভ? এর ছবি ঘরে রাখলে কী হয়? বাস্তুশাস্ত্রমত দেখে নিন)

সাপটি লেজ দিয়ে অজিতার হাতও পেঁচিয়ে ধরে! তাতেও কোনও ভয়ের লেশ মাত্র দেখা যায়নি অজিতার চোখে মুখে। অজিতার এই কাণ্ডের ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোটা নেটপাড়া তাঁকে নিয়ে কথা বলছে! এদিকে ওই ভিডিয়োয় দেখা যায়, হাতে বস্তা বন্দি জ্যান্ত সাপকে নিয়ে ওই অফিসের বাকিদের সঙ্গে কথা বলে চলেছেন অজিতা। তাঁর চোখে মুখে আত্মবিশ্বাসের ঝলক। সকলের সঙ্গে হেসে খেলেই কথা বলছেন তিনি। বাকি সকলে এই দৃশ্য দেখে হতবাক। যাঁরা সেখানে ছিলেন, তাঁদের অনেকেই ভিডিয়ো বন্দি করেন এই সাপ ধরার দৃশ্য। এই ভিডিয়ো আপাতত ভাইরাল।