‘খাটগুলো একেবারে…’ যৌনতা আটকাতে গিয়ে প্যারিস অলিম্পিক্সে অ্যাথলিটদের ঘুম কেড়েছে ‘অ্যান্টি-সেক্স’ বিছানা!

টোকিও অলিম্পিক্সে ২০২১ সাল থেকে যখন অ্যাক্তি সেক্স কার্ডবোর্ড বিছানা ব্যবহার করা শুরু হল অ্যাথলিটদের জন্য তবে থেকেই এটি নিয়ে বিতর্ক যেন থামছেই না। জানানো হয়েছে এই খাটগুলো করোনা পরবর্তী সময় অলিম্পিক্স চলাকালীন অ্যাথলিটদের যৌনতা এবং অন্তরঙ্গ হওয়া থেকে আটকানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তবে একাধিক অ্যাথলিটরা জানিয়েছেন এই বিছানাগুলো ভীষণ শক্ত হয়। ভালো করে শোয়া যায় না এতে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে এক অ্যাথলিটকে বলতে শোনা যাচ্ছে যে এই খাটে শোয়া দুষ্কর।

আরও পড়ুন: খাতরো কী খিলাড়িতে অসীমের ব্যবহারে মর্মাহত রোহিত, বললেন, ‘বয়সে ছোট সহকর্মী অসভ্যতা করলে…’

আরও পড়ুন: দ্বিতীয়বার ‘বিয়ে’ করেই হানিমুনে মন্দিরা – বৈশাখী, মধুচন্দ্রিমায় লেসবিয়ান যুগলের সঙ্গী তাঁদের ছেলেও!

এদিন এক ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘বেডগেট ২০২৪ এর বিষয়ে আরও তথ্য।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন অ্যাথলিট খাটে আধশোয়া হয়ে আছেন। আর তার মধ্যে লেখা, ‘অলিম্পিক্সের কার্ডবোর্ড বিছানার বিষয়ে আপডেট। ওঁর মুখ থেকে প্রথম যে শব্দটা বেরিয়ে এল এই সকালে।’

আরও পড়ুন: ‘নবাবি স্টাইলের ঘর – বাড়ি – বিছানা….’ মানুষ করেছেন সইফ – করিনার ২ ছেলেকেই, পতৌদি প্রাসাদ সম্পর্কে কী জানালেন তৈমুরের ন্যানি

তারপর সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি এই বিছানার বিষয়ে অভিযোগ করছেন। ভিডিয়োতে যে অ্যাথলিটকে দেখা যাচ্ছে তিনি হলেন অস্ট্রেলিয়ান ওয়াটার পোলো খেলোয়াড় টিল্লি কেয়ার্নস। তিনি জানিয়েছেন তাঁরা অস্ট্রেলিয়া থেকে যাঁরা এবার অলিম্পিক্সে অংশ নিয়েছেন তাঁরা সবাই অতিরিক্ত গদি নিয়ে এসেছেন যাতে এই শক্ত বিছানায় একটু ভালো করে ঘুমানো যায়।

আরও পড়ুন: ‘টাকার বিনিময়ে গোপনে কার্ড ইস্যু’ করে ডিরেস্টরস গিল্ড! রাহুল বিতর্কের মাঝেই দাবি সহকারী পরিচালক সুদীপ্তর

আরও পড়ুন: ফেডারেশন – পরিচালকদের সংঘাত চরমে, এরই মাঝে নতুন ধারাবাহিকের শ্যুটিং করলেন অনিন্দ্য! কাজ করলেন সুজিতও

ইতিমধ্যেই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ৩.৬ মিলিয়ন ভিউজ পেয়েছে এটি। আর সেটা দেখেই ছি ছি শুরু করেছেন নেটিজেনরা যে কী অবস্থায় এবং কীভাবে রাখা হয়েছে অ্যাথলিটদের।