নন্দীগ্রামে ঘরছাড়া বিএনপি নেতাকর্মী, চলমান পরিস্থিতিতে গ্রেপ্তার ১৫

বগুড়ার নন্দীগ্রামে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। অনেকেই চলে গেছেন আত্মগোপন। বন্ধ করে রেখেছেন মোবাইল ফোন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রামে সোমবার পর্যন্ত পুলিশ বিএনপির ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যদিও এ আন্দোলনকে কেন্দ্র করে নন্দীগ্রামে কোন মিছিল, মিটিং ও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

থানা সূত্রে জানা যায়, পুলিশ রবিবারে অভিযান চালিয়ে পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত কুমার সরকার ও সোমবার সকালে উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। এছাড়া গত ১৮ জুলাই উপজেলা বিএপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলকে গ্রেপ্তার করা হয়। গত কয়েক দিনে পুলিশ বিএনপির বিভিন্ন পর্যায়ে ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, নন্দীগ্রামে কোন ঘটনাই ঘটেনি অথচ পুলিশ বিএপির নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারের ভয়ে অনেক বিএপির নেতাকর্মী এখন ঘরছাড়া। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেইন বলেন, নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ