Oropouche virus: অদ্ভুত ভাইরাসে ব্রাজিলে মৃত্যু দুজনের, জানুন এই রোগটি সম্পর্কে বিস্তারিত

ফের আরও একবার মশা বাহিত একটি রোগে জেরবার হতে চলেছে গোটা বিশ্ব। ডেঙ্গু থেকে ওয়েস্ট নাইল, এই সবকিছুই মশা বাহিত রোগ। বছরের পর বছর এই রোগগুলোর সঙ্গে যুদ্ধ করে চলেছে মানবজাতি। তার মধ্যেই এবার আরও একটি নতুন মশা বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা গেল ব্রাজিলে।

ইতিমধ্যেই ব্রাজিলের দুই মহিলা Oropouche ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া খবর অনুযায়ী, এই মহিলাদের শরীরে ডেঙ্গুর মতো উপসর্গ দেখতে পাওয়া গিয়েছিল। দুজনের বয়সের ৩০ বছরের কম ছিল। এর আগে এই রোগে মৃত্যুর কোনও খবর নথিভুক্ত হয়নি তাই বোঝা যাচ্ছে, Oropouche ভাইরাসে এটাই প্রথম মৃত্যু।

(আরও পড়ুন: গত পাঁচ বছরে ৬২৮টি বাঘ মারা গিয়েছে, বাঘের থাবায় মৃতের সংখ্যাও বাড়ছে)

Oropouche ভাইরাস কী? 

 

১৯৫৫ সালে এই ভাইরাসটিকে প্রথম সনাক্ত করা হয়েছিল ত্রিনিদাদ এবং টোবাগোতে। ১৯৬১ সালে ব্রাজিলের বেলেমে এই ভাইরাসটি প্রাথমিক মহামারীর আকার ধারণ করেছিল। তারপর থেকে ব্রাজিল, পেরু, পানামা, হাইতি, কলম্বিয়া, ফ্রেঞ্চ গুয়ানা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

২০২৩ সালে ব্রাজিলের প্রায় ৮৪০ জন এই ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ব্রাজিলের ২০টি রাজ্যে ৭ হাজার ২৩৬ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও এই ভাইরাসে মৃত্যুর খবর এই প্রথম শোনা গেল।

Oropouche ভাইরাস মিডজেসের কামড়ের মাধ্যমে ছড়ায়। এটি এক ধরনের ছোট মাছি, যদিও এই ভাইরাসটি মশার কামড়ের মাধ্যমেও ছড়াতে পারে। মশা কামড়ানোর ৪ থেকে ৮ দিনের মধ্যে উপসর্গ লক্ষ্য করা যায়। যদিও বেশিরভাগ রোগী ৭ দিনের মধ্যেই সেরে ওঠেন। এই রোগে গুরুতর সমস্যা খুব একটা হয় না।

(আরও পড়ুন: আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে একটু মজা হয়ে যাক! পড়ুন বন্ধুত্ব নিয়ে সেরা ৫ জোকস)

এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, ঠান্ডা লাগা, পেশীতে ব্যথা, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথার মতো উপসর্গ দেখতে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে, ডেঙ্গুর মতো উপসর্গ দেখতে পাওয়া যায় এই ভাইরাসে আক্রান্ত হলে। তবে এই ভাইরাসের কোনও নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে অসুস্থ বোধ করলে অবশ্যই প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে, পর্যাপ্ত বিশ্রাম করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। তবেই এই ভাইরাসের সঙ্গে লড়াই করা সম্ভব।