Paris Olympics 2024: বক্সিংয়ে নামছেন অমিত পাঙ্ঘাল, রোয়িংয়ে নজরে বলরাজ, একনজরে আজ ভারতের অলিম্পিক্স সূচি

<p style="text-align: justify;"><strong>প্যারিস:</strong> অলিম্পিক্সর তৃতীয় দিনে ভারতের ঝুলিতে আসেনি কোনও পদক। রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতার সামনে পদক জয়ের সুযোগ থাকলেও অল্পের জন্য তা মিস করেছেন দু জনেই। মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনে কোন কোন ইভেন্টে অংশ নিতে চলেছেন ভারতের অ্যাথলিটরা, তা এক নজরে দেখে নেওয়া যাক -</p>
<p style="text-align: justify;">আজ ৩০ জুলাই মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ১২.৩০টায় শ্যুটিংয়ের ট্র্যাপ ইভেন্ট। পুরুষদের কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন ভারতের পৃথ্বীরাজ তোন্ডাইমান। মহিলাদের কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন শ্রেয়াসি সিংহ ও রাজেশ্বরী কুমারি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারত বনাম কোরিয়া মহারণ। শেষ ম্য়াচটি হওয়ার কথা দুপুর ১ টায়।</p>
<p style="text-align: justify;">রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলস স্কালস কোয়ার্টারফাইনালে বলরাজ পানওয়ার নামবেন। খেলাটি শুরু হওয়ার কথা দুপুর ১.৪০-এ। দুপুর ২.৩০ থেকে শুরু হওয়ার কথা ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টের খেলা। নামবেন অনুষ আগরওয়ালা।&nbsp;</p>
<p style="text-align: justify;">বিকেল ৫টার পর থেকে শুরু আর্চারির ইভেন্ট। মহিলাদের ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে খেলতে নামবেন অঙ্কিতা ভকত ও ভজন কৌর। রাত ১০.৪৫ এ পুরুষদের ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন রাউন্ডে খেলতে নামবেন ধীরাজ বোম্মাদেবারা।&nbsp;</p>
<p style="text-align: justify;">বিকেল ৪.৪৫ থেকে রয়েছ হকির ইভেন্ট। ভারত খেলতে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।&nbsp;</p>
<p style="text-align: justify;">৫.৩০ থেকে রয়েছে ব্যাডমিন্টন। পুরুষদের ডাবলস বিভাগে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ জুটি নিয়মরক্ষার ম্য়াচে ইন্দোনেশিয়ান জুটর বিরুদ্ধে খেলতে নামবেন। ৬.২০ তে মহিলা ব্যাডমিন্টনের ডাবলসে অশ্বিনি পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো খেলতে নামবেন।&nbsp;</p>
<p style="text-align: justify;">সন্ধে ৭ টার পর বক্সিং ইভেন্ট। পুরুষদের ৫১ কেজি রাউন্ড অফ ১৬ তে খেলতে নামবেন আমিত পাঙ্ঘাল। মহিলাদের ৫৭ কেজি রাউন্ড অফ ৩২-তে খেলতে নামবেন জেইসমিনে লাম্বােরিয়া।&nbsp;</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, এবারের অলিম্পিক্সে পদকজয়ীদের হাতে শুধু মেডেল নয়। সঙ্গে আরও অনেক কিছুই তুলে দেওয়া হচ্ছে। অলিম্পিক্সের ম্য়াসকট ও সেই সোনালি রংয়ের আয়তকার বক্সটি তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সেই বক্সের ভেতরে নাকি রয়েছে প্যারিস অলিম্পিক্সের অফিশিয়াল পোস্টারের ফটোকপি। প্রায় ৪০ সেন্টিমিটার বক্সটির ভেতরে গোল করে গুটিয়ে রাখা সেই অলিম্পিক্সের অফিশিয়াল পোস্টারটি। সেই পোস্টারটিতে আর্টিস্টিক ভাবে প্যারিস শহরটিকে তুলে ধরা হয়েছে। সেখানে ঐতিহাসিক আইফেল টাওয়ারও স্থান পেয়েছে। সেখানে লেখা আছে ‘XXXIII Olympiade’ অর্থাৎ অলিম্পিক্সের ৩৩ তম সংস্করণ এটি, সেটিই উল্লেখ করা হয়েছে। প্যারিসের শিল্পী উগো গাট্টোনির ভাবনা ফুটে উঠেছে সেই পোস্টারে।&nbsp;</p>