Vande Bharat Express: হাওড়া-রাঁচি বন্দে ভারতের ওয়েটারকে চড় যাত্রীর! খাবার দেওয়ায় ‘ভুল’ ঘিরে বচসা, ঠিক কী ঘটেছে?

হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে সদ্য এক ঘটনা ঘিরে চলন্ত ট্রেনে কার্যত তোলপাড় শুরু হয়। অভিযোগ, এক যাত্রী নিরামিষ খাবার অর্ডার করেছিলেন, কিন্তু তাঁকে আমিষ খাবার পরিবেশন করা হয়েছিল। এর জেরে ক্ষুব্ধ যাত্রী ট্রেনের ওয়েটারকে পর পর দু’বার থাপ্পড় মারেন। সঙ্গে সঙ্গে, বাকি যাত্রীরা ওই ওয়েটারকে বাঁচাতে এগিয়ে আসেন। গোটা ঘটনা ধরা পড়ে ভিডিয়োয়।

ট্রেন যাচ্ছিল হাওড়া থেকে রাঁচি। বন্দে ভারত এক্সপ্রেসে তখন চলছিল যাত্রী পরিষেবা ঘিরে কাজকর্ম। ওয়েটাররা খাবার দিচ্ছিলেন যাত্রীদের। তখনই এক যাত্রীকে ভুলবশত নিরামিষের জায়গায় আমিষ খাবার দিয়ে ফেলেন এক ওয়েটার। ওই যাত্রী খাবারের ওপরে লেবেল-এ কী লেখা আছে সেটা দেখেননি। ফলে সিল খুলে একটু মুখেও তুলে ফেলেন যাত্রী। এমনই দাবি করা হয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে। তখনই বুঝতে পারেন, সেটি নিরামিষ নয়, বরং, আমিষ খাবার। ক্ষোভে ফেটে পড়েন যাত্রী। সঙ্গে সঙ্গে গিয়ে ওই ওয়েটারকে থাপ্পড় মারেন যাত্রী। একবার নয়, পর পর দু’বার মারে তিনি। সঙ্গে সঙ্গে বাকি যাত্রীরা এর প্রতিবাদ করেন। বাকি যাত্রীরা ওই যাত্রীকে ঘিরে ধরে পাল্টা বলতে থাকেন, ‘মাফি মাঙ্গ (ক্ষমা চাওয়া হোক)’। ভিডিয়োয় দেখা যায়, ওই যাত্রীকে ঘিরে বাকি যাত্রীরা কতটা ক্ষুব্ধ হন। এক লাল পোশাক পরা যাত্রীকে দেখা যায়, তিনি ওই যাত্রীর গায়েও হাত দিচ্ছেন। এই পরিস্থিতির মাঝে ওই ওয়েটার খুবই বিপন্ন বোধ করতে থাকেন। তা তাঁর চোখ মুখে ধরা পড়ে। বন্দে ভারতের বাকি কর্মীরা তখন এসে পড়েন। দুই পক্ষের বচসা শুরু হয়। গত ২৬ জুলাইয়ের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। এই নিয়ে বহু প্রশ্ন ওঠে। কেউ প্রশ্ন তোলেন, কেন সতর্ক ছিল না বন্দে ভারত কর্তৃপক্ষ। আবার কেউ প্রশ্ন তোলেন, ওয়েটারকে থাপ্পড় মারা নিয়ে।

 

( Viral Video: যেন ‘বাঁয়ে হাত কা খেল’! অবলীলায় সাপ ধরে কথা বলতে বলতে বস্তা বন্দি করে দিলেন মহিলা, Video ভাইরাল)

নেটিজেনরা এই ঘটনা নিয়ে কার্যত থাপ্পড়ের বিরুদ্ধে সরব হয়েছেন। সকলেই এই থাপ্পড় মারার ঘটনাকে নিন্দা করতে শুরু করেন। ‘এটা হামলা। ব্যক্তির বিরুদ্ধে মামলা করা উচিত,’ একজন ব্যক্তি পোস্ট করেছেন। অন্য একজন বলছেন, ‘নিরামিষাদের সম্পূর্ণ বিষয় হল অহিংসা, এবং আপনি যদি মানুষকে আঘাত করেন তবে আপনি আসলে অহিংসার লঙ্ঘন করছেন।’