কল্যাণপুরে ফ্ল্যাট থেকে ১৬টি ককটেল উদ্ধার

রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাট থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩১ জুলাই) দুপুরে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিজার টাওয়ারে অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) খবর দেওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ১৬টি তাজা ককটেল। কল্যাণপুর গার্লস স্কুলের ফাঁকা মাঠে সেগুলো নিষ্ক্রিয় করে সিটিটিসির বোমা ডিস্পোজাল ইউনিট।’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়টি টের পেয়ে সবাই পালিয়ে যায়। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, ‘কল্যাণপুরে একটি ফ্ল্যাটে ১৬টি ককটেল পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশে একটি স্কুল মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।’