Adiganga Ghat Renovation: কালীঘাটের পাশেই সেজে উঠছে আদিগঙ্গার ঘাট! এখানেই কথা বলে ইতিহাস, ঝলমল করবে আলোয়

এবার আদিগঙ্গার ঘাট সংস্কারে বিশেষ উদ্য়োগ। কালীঘাট মন্দির সংস্কারের কাজ চলছে। আর এবার কালীঘাট মন্দির সংলগ্ন যে ঘাটগুলি রয়েছে সেগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত আদিগঙ্গার ঘাটগুলিকে সংস্কার করা হচ্ছে বলে খবর। কালীঘাট ব্রিজের পাশের দুটি ঘাটকে আপাতত সংস্কার করা হবে। গায়ত্রীদেবী ঘাট ও কল্পতরু ঘাট। এই দুটি ঘাটতে আপাতত সংস্কার করা হবে বলে খবর। আলো দিয়ে সাজানো হবে ঘাটগুলিকে। 

আদিগঙ্গার সংস্কার নিয়ে আশার কথা শুনিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আদিগঙ্গার জলের প্রবাহ বাড়াতে পলি তোলার কাজ চলছে। কেউ যাতে আবর্জনা ফেলতে না পারেন সেকারণে দুই পাড় লোহার জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। ঘাটগুলি পরিষ্কার করার জন্য আলাদা সাফাইকর্মী নিয়োগ করা হচ্ছে। 

তবে সেই সঙ্গেই প্রশ্ন উঠছে নদী বাঁচানোর জন্য দুপাড়ের বাসিন্দাদেরও কিছুটা ভূমিকা থাকে। সাধারণ মানুষ কি সেই ভূমিকা পালন করছেন? 

এই ঘাটগুলি সংস্কার করা হলে একদিকে যেমন এগুলি দৃষ্টিনন্দন হবে, তেমনি এই ঘাটগুলিকে কেন্দ্র করে নতুন করে পর্যটকদের আনাগোনা বাড়বে। সুবিধা হবে পূণ্যার্থীদের। সব মিলিয়ে এই ঘাটগুলির সংস্কারে ৩০ লাখ টাকা খরচ করা হবে। 

আদিগঙ্গার সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন কলকাতার নানা কাহিনি। তবে সেই আদিগঙ্গা এখন বাস্তবিকই মজে গিয়েছে। তবে সেই আদিগঙ্গার মরা গাঙকে ফের বাঁচিয়ে তোলার জন্য নানা চেষ্টা করা হচ্ছে। আর সেই আদিগঙ্গার প্রাচীন ঘাটের সঙ্গেও জড়িয়ে রয়েছে নানা প্রাচীন কাহিনি। সেই আদিগঙ্গার ঘাট সংস্কারে এবার নয়া উদ্যোগ। 

একটা সময় ছিল যখন এই কালীঘাটে পুজো দিতে আসা ভক্তরা স্নান করতেন আদিগঙ্গায়। তবে সেসব আজ অতীত। এখন আর আদিগঙ্গার জলে ভক্তরা সেভাবে আর স্নান করেন না। তবে সেই ঘাটগুলিকে আপাতত সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। 

কীভাবে ঘাট সংস্কার করা হবে?

ঘাট সংস্কার করতে গিয়ে খোঁড়াখুঁড়ি করা হচ্ছিল। সেই সময় পুরনো আমলের সিঁড়ি বেরিয়ে পড়ে। সেই পাথরের সিঁড়ি মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সিঁড়িতে লাল রঙের স্যান্ডস্টোন দিয়ে মেরামত করা হচ্ছে।  সেই সঙ্গেই গ্লোসাইন বোর্ড দিয়ে সেই ঘাটকে নির্দেশ করা হবে। আলো দিয়ে সাজানো হবে সেই ঘাট। কালীঘাটে যারা পুজো দিতে আসবেন তাঁরা এই ঘাটেও ঘুরে আসতে পারেন। এই ঘাট সংস্কার করার জন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ হতে পারে।