EXPALAINED | Manu Bhaker | Paris Olympics 2024: অবিশ্বাস্য! জোড়া পদক আসতেই এ কী ঘটল মনুর সঙ্গে…বাধ্য হয়ে আইনি ব্যবস্থা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) আপাতত সব আলো মনু ভাকেরের (Manu Bhaker) উপর। দেশের তারকা শ্যুটারের হাত ধরেই ভারত পদকের পাতা খুলেছে চলতি গেমসে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্য়ক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে ((Manu Bhaker And Sarabjot Singh)। মনুর সামনে রয়েছে ২৫ মিটার পিস্তল ইভেন্ট। সেখান থেকেও আসতে পারে তৃতীয় পদক। তবে এসবের মাঝেই মনুকে নিতে হয়ে আইনি ব্যবস্থা। কারণ তাঁর সঙ্গে যা ঘটেছে তা একেবারেই নিয়ম বহির্ভূত। 

কী হয়েছেন মনুর সঙ্গে? মনুর এই কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ব্র্যান্ড। সেখানে মনুর ছবি অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলেই রিপোর্ট। মনুর ব্র্য়ান্ড ম্য়ানেজমেন্টের দায়িত্বে রয়েছে আইওএস স্পোর্টস অ্য়ান্ড এন্টারটেন্টমেন্ট। সংস্থার ম্য়ানেজিং ডিরেক্টর নীরব তোমার এই প্রসঙ্গে এক সর্বভারতীয় দৈনিককে জানিয়েছেন, ‘প্রায় ২৪টি ব্র্য়ান্ড মনুকে সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে তাঁর ছবি ব্য়বহার করে। যে ব্র্যান্ডগুলির সঙ্গে মনুর কোনও সম্পর্ক নেই। এটি অননুমোদিত মোমেন্ট মার্কেটিং এবং এই ব্র্যান্ডগুলিকে আইনি নোটিস দেওয়া হবে।’

আরও পড়ুন: অলিম্পিক্সে ৭ মাসের অন্তঃসত্ত্বার লড়াই! মিশরীয় চিকিৎসককে কুর্নিশ দুনিয়ার

মনুর ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। একাধিক অনান্য় ব্র্যান্ডও প্য়ারিস অলিম্পিক্সে একাধিক অ্যাথলিটের সঙ্গে এই কাজ করেছে। বেসলাইন ভেঞ্চার্সের মুখপাত্র জানিয়েছেন, ‘যেসব ব্র্যান্ড আমাদের ক্রীড়াবিদদের স্পনসর করে না, তারা আইনত তাঁদের ছবি বিজ্ঞাপনে ব্যবহার করতে পারে না।’ এই ফার্ম কাজ করে ব্য়াডমিন্টন স্টার পিভি সিন্ধু, বক্সার নিখাত জারিন ও ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টির সঙ্গে। 

টোকিও অলিম্পিক্সের সময়েও ২০টি ব্র্যান্ড এরকম কাজ করেছিল। যে কারণে অ্যাডভার্টাইজিং স্ট্য়ান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া ওরফে এএসসিআই সেই ব্র্য়ান্ডগুলির কড়া নিন্দা করে জানিয়েছিল, ব্য়ক্তি, ফার্ম বা প্রতিষ্ঠানের অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে তার রেফারেন্স ব্য়বহার করা যাবে না। এমনটায় বিজ্ঞাপন দেওয়া পণ্যের উপর অযৌক্তিক সুবিধা প্রদান করা হয়। এর ফলে ব্য়ক্তি, ফার্ম বা প্রতিষ্ঠানের সম্মান হানি হতে পারে। বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপন সংস্থা সেই ব্যক্তি, ফার্ম বা প্রতিষ্ঠানের কাছ থেকে সুস্পষ্ট অনুমতি আনার পরেই বিজ্ঞাপনে উল্লেখ করতে পারবে।

আরও পড়ুন: ‘চাকরি হবে?’ এখনই মনুর জোড়া পদক, তিন বছর বেকার কোচের নেই কোনও বেতন!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)