Jiya Rai : শারীরিক প্রতিবন্ধকতাকে জয়, ইংলিশ চ্যানেল সাঁতরে ইতিহাসের পাতায় ভারতের জিয়া !

<p><strong>মুম্বই :</strong> বিরল রেকর্ড। মাত্র ১৬ বছর বয়সেই সাফল্যের শীর্ষে। অটিজম স্পেকট্রাম ডিসওর্ডারের সমস্যাকে জয় করে ইতিহাসের পাতায় নাম তুললেন জিয়া রাই। কনিষ্ঠ ও দ্রুতগামী প্যারা সুইমার হিসাবে সাঁতরে পার করলেন ইংলিশ চ্যানেল। ৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিলেন ১৭ ঘণ্টা ২৫ মিনিট।&nbsp;</p>
<p>ইংলিশ চ্যানেলে সাঁতার প্রতিযোগিতার দেড়শো বছরের ইতিহাসে অটিজম স্পেকট্রাম ডিসওর্ডারের প্রতিবন্ধকতা নিয়ে এই মাইলফলক ছোঁয়া প্রথম মেয়ে। বাবা মদন রাই ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। ইংল্যান্ডের অ্যাবোটস ক্লিফ থেকে ২৮ জুলাই যাত্রা শুরু করেন জিয়া। ২৯ তারিখে শেষ করেন ফ্রান্সের টে ডে লা কুর্তে দুনে । প্রেস ইনফরমেশন ব্যুরো সূত্রে এমনই জানা গেছে।</p>