Kid shoots Class 3 Boy: স্কুলের ভিতর তৃতীয় শ্রেণির বালককে গুলি করে পলাতক ৯ বছরের পড়ুয়া, বিহারে তুমুল উত্তেজনা!

স্কুলের অন্দরে গুলি চালনার ভয়াবহ কাণ্ড ঘটে গেল বিহারে। বিহারের সুপৌলে ঘটেছে এই ঘটনা। সেখানের এক প্রাইভেট স্কুলের ভিতর এক তৃতীয় শ্রেণির পড়ুয়াকে গুলি করার অভিযোগ রয়েছে এক ৯ বছরের বালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, স্কুলের ভিতর, ব্যাগ থেকে বন্দুক বের করে ওই ৯ বছরের বালক গুলি চালায়। এখানেই শেষ নয়। সেই বালক ও স্কুল কর্তৃপক্ষ পলাতক বলে খবর।

বুধবার বিহারের এক প্রাইভেট স্কুলে গুলি চালনার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। স্কুলের অন্দরে চলেছে গুলি। স্কুলের ব্যাগের ভিতর থেকে বন্দুক বের করে গুলি চলে। তৃতীয় শ্রেণির পড়ুয়াকে তাক করে গুলি চালায় এক ৯ বছরের বালক। সঙ্গে সঙ্গে ত্রস্ত বাকি পড়ুয়ারা গেটের দিকে ছোটে। একটি গেট বন্ধ দেখে তারা অন্যদিকের গেটে দৌড়ায়। 

(Vastu Shastra tips For Tulsi: বাড়িতে কয়টি তুলসীগাছ থাকা শুভ? সমৃদ্ধি লাভে বাস্তুশাস্ত্র মত দেখে নিন)

এদিকে, এই গুলি চালনার খবর পেয়েই গুলিতে আহত শিশুর পরিবার ছুটে আসে। বাকি অভিভাবকরা ক্ষোভে ভাঙতুর চালান প্রিন্সিপালের রুমে। এদিকে, জানা গিয়েছে, ওই অভিযুক্ত পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষ পলাতক। স্কুলের মালিক সন্তোষ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, আহতের শরীরে গুলি লেগেছে হাতে। আহতের পরিবার স্কুলে পৌঁছে দেখেন, ছোট্ট ওই তৃতীয় শ্রেণির পড়ুয়া মাটিতে লুটিয়ে পড়েছে, পাশে পড়ে রয়েছে একটি পিস্তল ম্যাগাজিন।

( Sonia’s Tips For Congress: হাওয়া আমাদের দিকে, তবে আত্মতুষ্টি চলবে না-আসন্ন বিধানসভাগুলির ভোটের আগে কংগ্রেসকে টিপস সোনিয়ার)

এদিকে, আহতের মামা মহম্মদ আফরোজ জানিয়েছেন, জনৈক মুকেশ কুমারের ছেলে। সে বুকে গুলি করতে চেয়েছিল, তবে গুলি চলে যায় হাতে। ফলে আহত হয় তৃতীয় শ্রেণির পড়ুয়া। অভিযোগ, ওই বন্দুক লুকিয়ে ফেলতে সফল হয়েছেন মুকেশ। তিনিই তাঁর অভিযুক্ত ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছেন বলে দাবি আহতের পরিবারের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সুপৌলের এসপি শৈশব যাদব বলেছেন, যে পড়ুয়া গুলি করেছে, সেও ওই স্কুলেরই ছাত্র। পুলিস জানাচ্ছে, অভিযুক্ত ও তার পরিবারকে ঘিরে তল্লাশি চলছে। খোঁজ চলছে অভিযুক্তের। পুলিশ জানিয়েছে, ত্রিবেণীগঞ্জ পুলিশ স্টেশনে ওই অভিযুক্ত ও তার বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। তবে তদন্তে নেমে পুলিশ এখনও বুঝতে পারেনি, এই গুলি কেন চলল? এক ৯ বছরের বালক কেন এক তৃতীয় শ্রেণির পড়ুয়াকে গুলি করবে? সে বন্দুকইবা পেল কোথা থেকে? স্কুলের অন্দরে শিশুদের নিরাপত্তা কী? এই সমস্ত প্রশ্ন, ঘুরপাক খাচ্ছে ঘটনা ঘিরে। পাশাপাশি, পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে শিশুদের মানসিক পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠছে।