Paris Olympics 2024 Lakshya Sen stunning no look backhand shot goes viral vs Jonatan Christie

প্যারিস: তাঁর একটি শট রীতিমতো হইচই ফেলে দিয়েছে অলিম্পিক্সে। 

লক্ষ্য সেন (Lakshya Sen)। বুধবার ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি ছিলেন তাঁর প্রতিপক্ষ। ২১-১৮, ২১-১২ স্ট্রেট গেমে জোনাথন ক্রিস্টিকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের লক্ষ্য। 

তবে ম্যাচের পর বেশি করে আলোচনা চলল লক্ষ্যর একটি শট নিয়ে। ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির একটি শট না দেখে ব্যাকহ্যান্ড শটে রিটার্ন করেন লক্ষ্য। সেই শটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনেরা সেই শট দেখে হতবাক। কতটা আত্মবিশ্বাসী হলে অলিম্পিক্সের মতো এত বড় মঞ্চে কঠিন ম্যাচে এভাবে না তাকিয়ে ব্যাকহ্যান্ড রিটার্ন করা যায়, তা নিয়েই চলছে জোর আলোচনা।

জোনাথন ক্রিস্টি তখন নেটের অনেকটা দূর থেকে একটি শট খেলেন। যা লক্ষ্যর নেট ঘেঁষে পড়ছিল। বাধ্য হয়ে ক্রস কোর্ট খেলেন লক্ষ্য। তারপরই জোনাথনের ফিরতে শট না দেখে ব্যাকহ্যান্ড রিটার্ন করেন ভারতীয় শাটলার। ২২ বছরের তরুণের যে শট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুয়েতার স্করপিয়ন কিকের সঙ্গে সেই শটের তুলনা করেছেন। হিগুয়েতা এভাবেই না দেখে স্রেফ অনুমান ক্ষমতার ওপর নির্ভর করে শরীরকে বিপরীত দিকে মোচড় দিয়ে পা দিয়ে গোলমুখী শট রুখে দিতেন নিপুণ দক্ষতায়।  সেই ব়্যালিটি শেষ পর্যন্ত লক্ষ্যই জেতেন। গেমটিও জিতে নেন তিনি।

 

প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই যুযুধান প্রতিপক্ষের। জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রথম গেম জিতে নেন লক্ষ্যই। ২১-১৮ ব্যবধানে। দ্বিতীয় গেমে ভারতীয় শাটলার আরও আগ্রাসী ব্যাডমিন্টন খেলতে শুরু করেন। একটা সময় ১১-৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্য। গ্রুপ এল-এর ম্যাচে তিনি দ্বিতীয় গেম জিতে নেন ২১-১২ পয়েন্টে।           

আরও পড়ুন: এবিপি লাইভের খবর দেখে পাশে সাধারণ মানুষ, শ্রীলঙ্কায় যাচ্ছেন হাওড়ার সোনার মেয়ে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন