Radical Islamist Preacher Anjem Choudary: জঙ্গিদের চালাত, ‘পাকিস্তানি’ উগ্রবাদী প্রচারককে যাবজ্জীবন দিল ব্রিটেনের আদালত

উগ্রবাদী ব্রিটিশ প্রচারক অঞ্জেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্রিটেনের আদালত। নিষিদ্ধ জঙ্গি সংগঠন চালানোর জন্য পাকিস্তানের বংশোদ্ভূত উগ্রবাদী ব্রিটিশ প্রচারককে সেই সাজা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, তাকে কমপক্ষে ২৮ বছর জেলে থাকতে হবে। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টের বিচারক জানিয়েছেন যে উগ্রবাদী মুসলিম সংগঠন আল-মুহাজিরুনকে চালানোর কাজে যুক্ত ছিল অঞ্জেম। ওই নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল সে। আর ওই সংগঠনের জন্য সমর্থন জোগাড়ের চেষ্টা করেছিল। যে কাজের মাধ্যমে অনেকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং অনেককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিচারক। 

সন্ত্রাসবাদ ছড়াত অঞ্জেম

গত সপ্তাহেই ৫৭ বছরের অঞ্জেমকে দোষী সাব্যস্ত করেছে উলউইচ ক্রাউন কোর্ট। বিচারক মার্ক ওয়াল মন্তব্য করেছেন যে একটি জঙ্গি সংগঠন চালানোর কাজে পুরোপুরি যুক্ত ছিল অঞ্জেম। যুব সম্প্রদায়কে উগ্রপন্থার পথে হাঁটার জন্য মগজধোলাই করত জঙ্গি সংগঠন। সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ২০১০ সালেই ওই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার। 

আরও পড়ুন: WB Army Captain martyred in Doda: ‘দেশের জন্য শহিদ, কোনও আক্ষেপ নেই’, গর্বিত ডোডায় শহিদ বাংলার সেনা অফিসারের বাবা

বিচারক বলেছেন, ‘আল-মুহাজিরুন চালানোর সময় তোমার যে কাজকর্ম ছিল, তা প্রচুর মানুষকে মৃত্যুর ঠেলে দিয়েছিল বা মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া আল-মুহাজিরুনের মতো সংগঠন চালানোর মাধ্যমে উগ্রপন্থী ইসলামিক সংগঠনের দ্বারা এই দেশে এবং বিদেশে জঙ্গি হামলার হওয়ার ভয় তৈরি করেছিলে।’

ভালো সাজার চেষ্টা অঞ্জেমের

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অঞ্জেম। এখন সেই সংগঠনের কোনও অস্তিত্ব নেই। আর অঞ্জেম যখন আল-মুহাজিরুন সংগঠনে ভাষণ দিত, তখন নেহাতই ছোটখাটো ছিল সেটি। আর সেই সংগঠনে যোগ দেওয়ার জন্য আমজনতাকেও আনত না। সেই যুক্তি অবশ্য় মানেননি সরকারি আইনজীবী। তিনি জানিয়েছেন, আল-মুহাজিরুন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ওমর বকরি মহম্মদ জেলে যাওয়ার পরে ওই জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিতে শুরু করেছিল আঞ্জেম। ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত লেবাননের জেলে ছিল ওমর।

আরও পড়ুন: Terrorism in Jammu: জম্মুর পাক সীমান্ত ইঞ্চিতে ইঞ্চিতে সিল করা হবে- ভূস্বর্গে জঙ্গি হানা রোখা নিয়ে মুখ খুললেন J&K-র DGP

IS-কে সমর্থন করে জেলে গিয়েছিল পাকিস্তানি বংশোদ্ভূত

তবে এই প্রথম জেলে গেল না অঞ্জেম। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে সমর্থনের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। ২০১৫ সলে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা রুজু করা হয়েছিল। সেইসময় পাঁচ বছরের বেশি জেল হয়েছিল। তারও আগে ৯/১১-র বর্ষপূর্তিতে মার্কিন দূতাবাসের বাইরে উত্তেজনা ছড়াতে প্ররোচনা দিয়েছিল পাকিস্তানের বংশোদ্ভূত উগ্রবাদী ব্রিটিশ প্রচারক অঞ্জেম। 

আরও পড়ুন: Kashmir Suituation: মাথা তুলছে জঙ্গিরা, কাশ্মীরে এনকাউন্টার, মিটিংয়ে বসেই কড়া নির্দেশ মোদীর, কাঁপবে সন্ত্রাসবাদীরা