Teacher transfer website: প্রায় ২ বছর ধরে বন্ধ, শিক্ষকদের বদলির পোর্টাল ‘উৎসশ্রী’ দ্রুত চালু করবে পর্ষদ

শিক্ষকদের বদলির আবেদনের একমাত্র উপায় হল ‘উৎসশ্রী’ পোর্টাল। তবে বিভিন্ন মামলার কারণে শিক্ষকদের বদলির পোর্টাল ‘উৎসশ্রী’তে আবেদন গ্রহণ আপাতত বন্ধ রয়েছে। এই অবস্থায় বহু শিক্ষক শিক্ষিকা বদলি নিয়ে বেশ কয়েক বছর ধরেই সমস্যায় পড়েছেন। ঠিক এমন পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকাদের সুখবর শোনাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষকদের বদলির এই পোর্টাল দ্রুতই খুলে দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। বদলি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে এমনই তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: উৎসশ্রী বন্ধ তো কী, অফলাইনে শিক্ষক বদলির আবেদন বিবেচনা করুন, বোর্ডকে নির্দেশ

বদলি চেয়ে এক শিক্ষিকা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সেই সংক্রান্ত মামলাতে হাইকোর্টে এমন তথ্য জানিয়েছে পর্ষদ। এর আগে বিচারপতি বদলি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফলাইনে আবেদন বিবেচনা করার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দাবি করা হয়েছে, অফলাইনে বন্দি সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে একাধিক তথ্য প্রয়োজন। সেই তথ্য না পাওয়া গেলে কার্যকর করা সম্ভব হচ্ছে না। তাই রাজ্যের কাছে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। 

যদিও এই পোর্টাল কতদিনের মধ্যে পুনরায় চালু করা হবে সেবিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় কত দিনের মধ্যে এই পোর্টাল খুলে দেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য পর্ষদকে জানাতে বলেছে আদালত। তারপরে অন্যান্য শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত নেবে হাইকোর্ট।

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষকদের বদলির এই পোর্টাল উৎসশ্রী ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। আবার অনলাইনে আবেদন করলেও কোনও সুরাহা হচ্ছে না। আবেদন গ্রাহ্য হচ্ছে না। স্বাভাবিকভাবেই এরফলে বদলি আটকে রয়েছে একাধিক শিক্ষক শিক্ষিকার।

এর আগে এক শিক্ষিকা বদলি চেয়ে অফলাইনে বোর্ডের কাছে আবেদন করেছিলেন। কিন্তু, বোর্ড সেই আবেদন খারিজ করে দেয়। পরে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই সংক্রান্ত মামলাতেই কলকাতা হাইকোর্ট আইন অনুযায়ী মামলাকারীর আবেদন বিবেচনা করার জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে, প্রাথমিকের সব বদলির ক্ষেত্রে অফলাইনে আবেদন একইভাবে বিবেচনা করার জন্যও বোর্ডকে নির্দেশ দেয় আদালত। বিচারপতির বলেছিলেন, কোনও কারণে যদি অনলাইনে আবেদন বন্ধ থাকে তাহলে কেন অফলাইনে আবেদন নেওয়া হবে না। বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বদলির জন্য সমস্যায় পড়ছেন। তবে পোর্টাল পুনরায় খুলে গেলে সমস্যার সুরাহা হবে বলেই মনে করছে শিক্ষক মহল।