Viral Video of Kerala Landslide rescue op: অলিম্পিকের পদকজয়ীদের থেকে কম নয়… কেরলের ভূমিধসে উদ্ধারকারীদের ভিডিয়ো ভাইরাল

কেরলের ওয়ানাড়ে ভূমিধসের জেরে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক লা উদ্ধার হচ্ছে। তবে এর মধ্যে অনেককেই জীবীত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্যোগের মধ্যে নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষকে বাঁচানোর জন্যে ঝাঁপাচ্ছেন তারা। কোথায় কাদা খুঁড়ে তো কোথাও প্রবল বেগে ছুটে যাওয়া জলরাশির ওপর দিয়ে দড়ি ধরে এপার থেকে ওপারে যাচ্ছেন উদ্ধারকারীরা। এদিকে শুধু এনডিআরএফ নয়, উদ্ধারে সেনা এবং নৌবাহিনীও হাত লাগিয়েছে। সেই সব উদ্ধার অভিযানের ভিডিয়ো সামনে আসতেই উদ্ধারকারীদের কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। (আরও পড়ুন: ইরানের মাটিতে হত্যা করা হল হামাস প্রধানকে, লেবাননেও হামলা চালাল ইজরায়েল)

আরও পড়ুন: বাংলাদেশে হিংসার ঘটনায় আরও কড়া হাসিনা, নিষিদ্ধ জামাত ও ইসলামি ছাত্র শিবির

সুবিটুইটস নামক হ্যান্ডেল থেকে এমনই একটি উদ্ধার অভিযানের ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে, যারা নিজেদের জীবন বাজি রেখে অন্যদের বাঁচাতে ঝাঁপাচ্ছেন, তাঁদের অলিম্পিক পদকজয়ীদের মতো সম্মান করা উচিত। এদিকে কেরলের ডিফেন্স পিআরও-র হ্যান্ডেল থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, ‘যখন পায়ের তলার মাটি খসতে শুরু করে, তখনই আসল শক্তি দেখা যায়। মাদ্রাস টেরিয়ারের যে জওয়ানরা কেরলে উদ্ধারকাজ করছেন, তাঁদেরকে স্যালুট। কেরলের মুখ্যমন্ত্রীও সেনা কর্মীদের এই সাহসিকতার প্রশংসা করেছেন।’

আরও পড়ুন: কেন মহিলাদের পদবি বদলাতে লাগে স্বামীর NOC? কেন্দ্রের জবাবে ‘হতবাক’ TMC সাংসদ

এদিকে কেরলের ওয়ানাড় জেলায় ধারাবাহিক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আটকা পড়েছেন আরও শতাধিক। ভূমিধসে বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে এবং জলাশয়গুলো ফুলে ফেঁপে উঠেছে। এই আবহে এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও সন্ধানের চেষ্টা চলছে সেখানে। কেরলের রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, ফায়ার অ্যান্ড রেসকিউ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং স্থানীয় কুইক রেসপন্স দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: আজই শেষ ডেডলাইন, আয়কর রিটার্ন ফাইল করতে চেয়ে আদালতে আবেদন শেখ শাহজাহানের

কান্নুরের ডিএসসি সেন্টারের প্রায় ২০০ ভারতীয় সেনা কর্মী এবং কোঝিকোড় থেকে ১২২ টিএ ব্যাটালিয়নও ঘটনাস্থলে রয়েছেন। এর পাশাপাশি, বিমানবাহিনীর তিমনটি হেলিকপ্টার, একটি এমআই-১৭ বিমান উদ্ধার অভিযানের সমন্বয় করছে। এখনও পর্যন্ত ১২০ জনের বেশি ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এই সব ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের অনেকেই বেশ গুরুতর ভাবে আহত। এদিকে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, মৃতদের মধ্যে থেকে ইতিমধ্যেই ১১৬ জনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।