Acropolis Mall Reopen Date: সামনের মাসে ফের খুলছে কসবার অ্যাক্রোপলিস মল, নতুন সাজে, নতুন রঙে,অগ্নিকাণ্ড অতীত

ফের খুলছে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মল। পুজোর আগেই খুলে যাচ্ছে। এই মলের একটি বুকস্টোরে আগুন লেগেছিল। তার জেরে মলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ৪৯ দিন বন্ধ রয়েছে এই মলটি। আগামী ৩রা অগস্ট শনিবার থেকে এই মলটি ফের খোলা হবে। 

মলটির তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তরাঁ রয়েছে। তার মাঝেই ছিল বুকস্টোর। সেখানে আগুন লেগেছিল। 

এদিকে মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। প্রথমত যারা এই মলে আসতেন, কেনাকাটা করতেন সমস্যায় পড়েছিলেন তাঁরাও। আবার এই মল বন্ধ থাকায় মলের সঙ্গে জড়িত ব্যবসাদাররা। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসাদাররা সমস্যায় পড়ে যাচ্ছিলেন। ফের খুলতে চলেছে কসবার অ্যাক্রোপলিস মল। 

সূত্রের খবর, দমকল দফতর থেকে এই মলটি খোলার ব্যাপার প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুসারে এই সপ্তাহের শেষের দিকে মলটি খুলে দেওয়া হবে। অন্তত ৯০ শতাংশ দোকান ফের খুলছে। ফুডকোর্টও খুলবে। সেই সঙ্গেই সিনেপ্লেক্সও খুলে দেওয়া হবে। 

তবে কিছু ব্র্যান্ডের স্টল সেগুলিও মেরামত করার কাজ চলছে। সেগুলিও দ্রুত পরবর্তী কয়েক সপ্তাহের মধ্য়ে খুলে দেওয়া হবে। 

এদিকে গত ৫ জুলাই দমকল দফতরের আধিকারিকরা গোটা মল ঘুরে দেখেছিলেন। তবে শেষ পর্যন্ত ২৯শে জুলাই অনুমতি মেলে। 

এদিকে সাধারণত এই মলে গড়ে রোজ দেড় কোটি টাকার বিক্রিবাটা হত। সোমবার পর্যন্ত গড়ে ৬৭.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, প্রথম পর্যায়ের বৃহস্পতিবার পর্যন্ত গোটা মল জুড়ে পরিচ্ছন্ন করার কাজ করা হবে। তার আগে শুক্রবার একবার দেখে নেওয়া হবে মল খোলার ক্ষেত্রে সবরকম বিধি ঠিকঠাক মেনে চলা হচ্ছে কি না। এরপর শনিবার থেকে মলের দরজা ফের সাধারণ ক্রেতাদের জন্য খুলে দেওয়া হবে। 

টাইমল অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানিয়েছেন, সমস্ত ধরনের ইলেকট্রিকের কাজকর্ম, জল সরবরাহ সংক্রান্ত কাজকর্ম, লিফট, রঙ করার কাজ সব সম্পূর্ণ করা হয়েছে। অগ্নিনির্বাপন বিধি মেনে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে রঙ করা হয়েছে। সব দিক ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে ফের নতুন করে প্রাণ ফিরে পাবে অ্য়াক্রোপলিস মল। 

তবে যখন অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল তখন প্রচুর ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা গেলেও হতাহতের কোনও ঘটনা হয়নি।